Skip to content

চাঁদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত | বাংলাদেশ

চাঁদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত | বাংলাদেশ

<![CDATA[

চাঁদপুরের ফরিদগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় পড়ে ইয়াসির আরাফাত (১৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসির আরাফাত ফরিদগঞ্জ উপজেলার চরপাড়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যান মোটরসাইকেল আরোহী ইয়াসির আরাফাতকে চাপা দেয়। ফলে ইয়াসির গুরুতর আহত হন। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে জরুরি বিভাগে ভর্তি করা হয়।

আরও পড়ুন: বরগুনায় টমটম-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

চাঁদপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মিজানুর রহমান জানান, ইয়াসির মাথায় প্রচণ্ড আঘাত পান। সেখান থেকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মান্নান জানান, আরাফাতকে চাপা দেয়া পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। ওই পিকআপ ভ্যানের চালককে আটকের চেষ্টা চলছে।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *