Skip to content

চাঁদপুরে স্কুলে যাওয়ার পথে প্রাণ গেল শিক্ষকের | বাংলাদেশ

চাঁদপুরে স্কুলে যাওয়ার পথে প্রাণ গেল শিক্ষকের | বাংলাদেশ

<![CDATA[

চাঁদপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাজমা বেগম (৫৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

সোমবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমা বেগম চাঁদপুর শহরের বিষ্ণুদী এলাকার মৃত ফারুক আলমের স্ত্রী। তিনি সদর উপজেলার শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস জানান, নাজমা বেগম সকালে শহরের নিজ বাসা থেকে অটোরিকশায় করে বিদ্যালয়ে যাচ্ছিল। পথে ঘোষেরহাট এলাকায় বোগদাদ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি উল্টে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নাজমা বেগম নিহত হন।

আরও পড়ুন: পিরোজপুরে অটোরিকশা-টমটম সংঘর্ষে চালক নিহত

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, এ ঘটনায় বোগদাদ পরিবহনের বাস ও অটোরিকশাটি জব্দ করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) মাধ্যমে নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *