<![CDATA[
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে বিরল প্রজাতির একটি নীলগাই উদ্ধার করেছেন এলাকাবাসী।
বুধবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার সোনামসজিদ বারিকবাজার এলাকা থেকে নীলগাইটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সীমান্তবর্তী বিলভাতিয়া মাঠে প্রথমে নীলগাইটি চোখে পড়লে সেটিকে ধরার চেষ্টা করেন এলাকাবাসী। এ সময় নীলগাইটি পালিয়ে বারিক বাজার এলাকায় এলে স্থানীয়রা ধরে বিজিবিকে খবর দেন।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ভারত থেকে আসা নীলগাই জবাই
এদিকে নীলগাইটি উদ্ধার করতে রাজশাহী থেকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগীয় বন কর্তৃপক্ষ একটি দল কাজ করছে।
এ বিষয়ে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগীয় বন কর্মকর্তা আহম্মদ নিয়ামুর রহমান বলেন, ‘শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমাদের বিষয়টি জানিয়েছেন। আমাদের একটি টিম শিবগঞ্জ গেছে। তারা নীলগাইটি রাজশাহী নিয়ে আসবে।’
বন অধিদফতরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা জোহরা মিলা বলেন, সীমান্ত পেরিয়ে আসা নীলগাইগুলো প্রায়ই স্থানীয়দের মাধ্যমে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। এ ধরনের নৃশংতার অবসান হওয়া প্রয়োজন।
আরও পড়ুন : বন্যপ্রাণীর প্রতি কেন এত নৃশংসতা!
তিনি বলেন, ঘোড়াসদৃশ নীলগাই প্রকৃতপক্ষে অ্যান্টিলোপ-জাতীয় প্রাণী। একসময় বাংলাদেশের ঠাকুরগাঁও, দিনাজপুর, নওগাঁ, জয়পুরহাট এলাকার বনে প্রাণীটির দেখা মিলত। তবে ১৯৪০ সালের পর বাংলাদেশে আবাসিক নীলগাই দেখা গেছে, এমন তথ্য পাওয়া যায় না। অনিয়ন্ত্রিত শিকার, বাসস্থান ও খাদ্যের অভাবসহ প্রতিকূল পরিবেশের কারণে প্রাণীটি অনেক আগেই বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। প্রাণীটি সাধারণত দলবেঁধে থাকে। তবে কয়েক বছর ধরে মাঝেমধ্যে যে কয়েকটি নীলগাই উদ্ধারের খবর পাওয়া যায়, সেগুলো মূলত ভারত থেকে আসা। বর্তমানে ভারত ছাড়াও পাকিস্তান ও নেপালে নীলগাইয়ের বসবাস রয়েছে। তবে তার সংখ্যাও আশঙ্কাজনক।
প্রসঙ্গত, সবশেষ চলতি বছরের ১২ মে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্ত পেরিয়ে আসা একটি নীলগাই জবাই করে খান স্থানীয়রা। এর আগে ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্ত দিয়ে একটি নীলগাই বাংলাদেশে প্রবেশ করে। সেটিকে আটকের পর জবাই করে মাংস খেতে চেয়েছিলেন স্থানীয়রা। এর মাত্র চার দিন আগে ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারত থেকে নদীপথে একটি নীলগাই ভেসে আসে। এর আগেও ২০১৯ সালে নওগাঁর মান্দা উপজেলা থেকে একটি পুরুষ নীলগাই উদ্ধার করা হয়। তার আগের বছর ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা থেকে আরও একটি নীলগাই উদ্ধার করা হয়।
]]>