<![CDATA[
প্রাচীন ভারতের পণ্ডিতদের মধ্যে অন্যতম একটি নাম চাণক্য সেন। তবে আচার্য চাণক্য নামেই তিনি বিশ্বজোড়া খ্যাতি পেয়েছেন। তার নীতি মেনে চললে সহজেই বাড়িতে নিয়ে আসতে পারবেন কাড়ি কাড়ি টাকা।
আচার্য চাণক্য রাষ্ট্রবিজ্ঞান ও দর্শন বিষয়ে বিজ্ঞ ছিলেন। মৌর্য্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য্যের রাজ উপদেষ্টাও ছিলেন তিনি। অর্থনীতির জ্ঞান তার এত বিষদ ছিল যে চন্দ্রগুপ্ত মৌর্য্যর উত্থানে প্রধান ভূমিকা ছিল তার।
বর্তমান সময়ে চাণক্য নীতি মেনে না চললেই বিপদ। কারণ, চাণক্যনীতির মধ্যেই লুকিয়ে রয়েছে জীবনকে সুন্দর আর সফল করার উপায়।
আরও পড়ুন: জীবনে সাফল্য পেতে একটি নিয়ম মেনেই সম্পর্ক টিকিয়ে রাখুন
আচার্য চাণক্য তার লেখা নীতি শাস্ত্রে অনেক অমূল্য পরামর্শ দিয়ে গেছেন। যেসব পরামর্শের মধ্যে রয়েছে অর্থশাস্ত্রও। আর্থিক সাফল্য পেতে এবং আয়ের পরিমাণ বাড়াতে চাণক্য নীতি গুলো হলো-
১. টাকাকে সব সময় দান, ধ্যান এবং বিনিয়োগের আকারে দেখতে হবে। তাহলেই কখনও অর্থসংকট তাদের জীবনে আসবে না। আর এ নীতির বাইরে যারা অর্থকে মূল্যায়ন করে এবং অযথা অর্থ ব্যয় করে তারা জীবনে দুর্দশা ও দারিদ্র্যের সম্মুখীন হবে।
২. অর্থ সঞ্চয়ের তাগিদ থাকতে হবে। এরজন্য অর্থ বিনা কারণে অপচয় বন্ধ করতে হবে। এজন্য লোকে কৃপণ বললেও দিনশেষে সাফল্যের হাসি থাকবে আপনারই।
৩. চাণক্য অর্থ আয়ের পথ বাড়াতে অসহায় লোককে অর্থ দান করার কথা বলেছেন। চাণক্য মতে, অর্থ উপার্জনের কিছু অংশ দাতব্য কাজে বিনিয়োগ করলে, ধন-সম্পদ দ্বিগুণ বৃদ্ধি পায়।
৪. অর্থ আয়ের পথ বাড়ানোর তাগিদ থাকার সঙ্গে অর্থ বিনিয়োগেরও পরিকল্পনা থাকতে হবে।
আরও পড়ুন: ধেয়ে আসছে ঝড়, নিরাপদ থাকতে যা করবেন
৫. যেক্ষেত্রে অর্থব্যয় না করলেই নয় শুধুমাত্র সেসব ক্ষেত্রে অর্থব্যয় করুন। নিজের যোগ্যতা ও দক্ষতা বাড়ানোর জন্যও অর্থ ব্যয় করতে পারেন। কারণ, এতে এখন অর্থ ব্যয় হলেও ভবিষ্যতে ব্যয় করা অর্থের তিনগুণ আপনার বাড়িতে ফিরে আসবে। তাই সহজেই ঘর ভর্তি টাকা করতে আজ থেকেই চাণক্য নীতি মেনে চলুন।
সূত্র: বোল্ড স্কাই
]]>