Skip to content

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত | বাংলাদেশ

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত | বাংলাদেশ

<![CDATA[

চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের ধাক্কায় আবুজার গিফারি (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আবুজার গিফারি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের পূর্বপাড়ার আবু সাইদ জনির ছেলে।

জানা যায়, শুক্রবার দুপুরে আবুজার গিফারি বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থার অবনতি দেখে চিকিৎসক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান। সেখানে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে শিশুটি মারা যায়।

আরও পড়ুন: পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরফিন ইসলাম বলেন, ‘শিশুকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ এখন মর্গে রাখা হয়েছে।’

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *