<![CDATA[
সবশেষ ১৯৮৩ সালে ইংল্যান্ডের চেমসফোর্ডে ২৪৭ রান সংগ্রহ করেছিল ভারত। এটিই ছিল মাঠটিতে এতদিনের সর্বোচ্চ সংগ্রহ। এবার সেই রেকর্ডে নাম লেখাল বাংলাদেশ। তামিম ইকবালের দল সংগ্রহ করল ২৪৬ রান। যা মাঠটির দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড।
মঙ্গলবার (৯ মে) বিকেল পৌঁনে ৪টায় ইংল্যান্ডের চেমসফোর্ডে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নামে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ম্যাচটিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৬ রান করে বাংলাদেশ।
এর আগে এই চেমসফোর্ডের মাঠটিতে ১৯৯৯ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ১১৬ সালে রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। সেটিই ছিল এই মাঠে লাল-সবুজের প্রতিনিধিদের সবশেষ ম্যাচ। ফলে ২৪ বছর পরে সেখানে খেলতে নামল তামিম বাহিনী।
বিস্তারিত আসছে…
]]>