Skip to content

চ্যাম্পিয়ন্স লিগ রিয়ালের জন্য বানানো, ওদের এড়াতে চাই | খেলা

No description available.

<![CDATA[

২০১০ সালে পেপ গার্দিওলার সর্বজয়ী বার্সেলোনাকে সেমিফাইনালে হারিয়ে ইন্টার মিলানের ফাইনালে ওঠাটা অবিশ্বাস্য হলে তাদের এবারের গোটা চ্যাম্পিয়ন্স লিগ জার্নিটাকেই মিরাকল বলতে হয়। বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা ও ভিক্টোরিয়া প্লাজেনকে নিয়ে গড়া মৃত্যুকূপ পার হয়ে সেমিফাইনাল পর্যন্ত আসাটাই তো অনেক বড় চমক। সেমিফাইনালে নগরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে হারানোর পর হাতছোঁয়া দূরত্বে ট্রফিটা।

২০১০ সালে ইন্টার মিলান যখন বায়ার্ন মিউনিখকে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতে তখন অধিনায়ক হিসেবে শিরোপাটা উঁচিয়ে ধরেছিলেন আর্জেন্টাইন রাইটব্যাক হাভিয়ের জানেত্তি। ১৩ বছর পর ইন্টার আবার ফাইনালে, শিরোপা থেকে এক ধাপ দূরে। আর ফাইনালে পা রাখার ম্যাচেও মাঠে ছিলেন তিনি। ভিআইপি বক্সে বসে মিলানের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচটি দেখেছেন তিনি। ক্লাবের সহসভাপতি যে তিনি এখন। আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতার সম্ভাবনায় রোমাঞ্চিত জানেত্তি।

 

ইন্টার মিলান। ছবি: ফুটবল৩৬৫।

ফাইনালে উঠে এখন প্রতিপক্ষের অপেক্ষায় ইন্টার। বুধবার (১৭ মে) আরেক সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে ফের মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। জানেত্তির প্রত্যাশা, এই লেগের ম্যাচটা জিতে সিটি তাদের প্রতিপক্ষ হিসেবে জায়গা পাকা করবে। তার একটাই চাওয়া: ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ যেন রিয়াল না হয়।

আরও পড়ুন:স্বপ্নের এত কাছে গিয়ে পিছু ফিরতে চান না ইনজাগি

১০ জুন কামাল আতার্তুক স্টেডিয়ামে রিয়ালকে কেন ফাইনালে প্রতিপক্ষ হিসেবে চান না, তা-ও জানিয়েছেন তিনি। স্কাই ইতালিয়ার সঙ্গে সাক্ষাৎকারে ইন্টারের কিংবদন্তি জানেত্তি বলেন, ‘আমরা আসলে রিয়াল মাদ্রিদকে এড়াতে চাই। কারণ, এ টুর্নামেন্টটা যেন ওদের জন্যই বানানো।’

১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সামনে আসলে কেউই পড়তে চায় না। এই টুর্নামেন্টে রিয়ালের অবিশ্বাস্য সাফল্য প্রতিপক্ষের ওপর তৈরি করে অসম্ভব চাপ। তবে শেষ পর্যন্ত যদি রিয়ালের সামনে পড়েই যান, তবে ভয়ের কিছুও দেখেন না জানেত্তি। বলেন, ‘চ্যাম্পিয়ন হতে হলে তো বড় দলকে হারাতেই হবে।’

 

No description available.
২০১০ চ্যাম্পিয়ন লিগের শিরোপা হাতে অধিনায়ক হাভিয়ের জানেত্তি। ছবি: গোল ডট কম।

২০১১ সালের পর প্রথমবারের মতো ফাইনালে ওঠাটাই ইন্টারের জন্য বড় সাফল্য মানছেন কোচ সিমনে ইনজাঘি। ভাই এসি মিলানের কিংবদন্তি ফিলিপ্পে ইনজাঘির ক্লাব এসি মিলানকে হারিয়ে দলকে ফাইনালে তোলায় হয়তো রোমাঞ্চটা আরও বেশি হচ্ছে তাই।

তিনি বলেন, ‘১৯ মাস আগে আমি যখন দায়িত্ব নিই, আমাকে বলা হয়েছিল, কোনোভাবে দলটাকে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো পর্যন্ত নিয়ে যেতে, যেটা ২০১১ সালের পর এই ক্লাব পারেনি। কিন্তু ছেলেরা দারুণ পরিশ্রম করেছে এবং এখন আমরা ফাইনালে।’

আরও পড়ুন: ফাইনালে ওঠা লাউতারো যে রেকর্ডের সামনে

ফাইনালে জানেত্তি চান না রিয়ালের মুখোমুখি হতে। এমন কোনো ভাবনা আছে ইনজাঘির মনেও? ইন্টার কোচের অবশ্য বিশেষ কোনো পছন্দ নেই ফাইনালের প্রতিপক্ষ হিসেবে।

তিনি বলেন, ‘রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি ইউরোপের সেরা দুটি দল। আমরা দুই দলের সামর্থ্যই জানি, ওদের সেমিফাইনালের প্রথম লেগটাও সমতায় শেষ হয়েছে। আমি খুব আগ্রহ নিয়েই ফিরতি লেগটা দেখব। দেখা যাক প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পাই।’

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *