<
২০১১ সালের পর প্রথমবারের মতো ফাইনালে ওঠাটাই ইন্টারের জন্য বড় সাফল্য মানছেন কোচ সিমনে ইনজাঘি। ভাই এসি মিলানের কিংবদন্তি ফিলিপ্পে ইনজাঘির ক্লাব এসি মিলানকে হারিয়ে দলকে ফাইনালে তোলায় হয়তো রোমাঞ্চটা আরও বেশি হচ্ছে তাই।
তিনি বলেন, ‘১৯ মাস আগে আমি যখন দায়িত্ব নিই, আমাকে বলা হয়েছিল, কোনোভাবে দলটাকে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো পর্যন্ত নিয়ে যেতে, যেটা ২০১১ সালের পর এই ক্লাব পারেনি। কিন্তু ছেলেরা দারুণ পরিশ্রম করেছে এবং এখন আমরা ফাইনালে।’
আরও পড়ুন: ফাইনালে ওঠা লাউতারো যে রেকর্ডের সামনে
ফাইনালে জানেত্তি চান না রিয়ালের মুখোমুখি হতে। এমন কোনো ভাবনা আছে ইনজাঘির মনেও? ইন্টার কোচের অবশ্য বিশেষ কোনো পছন্দ নেই ফাইনালের প্রতিপক্ষ হিসেবে।
তিনি বলেন, ‘রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি ইউরোপের সেরা দুটি দল। আমরা দুই দলের সামর্থ্যই জানি, ওদের সেমিফাইনালের প্রথম লেগটাও সমতায় শেষ হয়েছে। আমি খুব আগ্রহ নিয়েই ফিরতি লেগটা দেখব। দেখা যাক প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পাই।’
]]>