<![CDATA[
জাতির উদ্দেশে ভাষণ দেবেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। বুধবার (২৪ মে) বাংলাদেশ সময় রাত ৮টায় তার ভাষণ দেয়ার কথা রয়েছে। খবর ডনের।
বুধবার দুপুরে পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্যসচিব ফারুক হাবিব তার টুইটারে এ তথ্য জানান।
এর আগে মঙ্গলবার (২৩ মে) আল কাদির ট্রাস্ট মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইমরান খান পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (ন্যাব) কার্যালয়ে যান। সেখানে তাকে চার ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।
এদিকে একে একে পিটিআই থেকে পদত্যাগ করছেন দলটির শীর্ষস্থানীয় নেতারা। মঙ্গলবার পদত্যাগ করেছেন দলটির অন্যতম প্রভাবশালী নেত্রী শিরিন মাজারি। কারণ হিসেবে স্বাস্থ্যগত ও পারিবারিক সমস্যার কথা জানালেও গুঞ্জন উঠেছে পাকিস্তানের সেনাবাহিনীর হুমকির কারণেই রাজনীতি ছাড়তে হয়েছে মাজারিকে।
বুধবার পিটিআই ছাড়ার ঘোষণা দিয়েছেন পিটিআইয়ের সাবেক এমপিএ মুহাম্মদ সেলিম আখতার লাবার।
আরও পড়ুন: রাজনীতি ছাড়লেন পিটিআইয়ের প্রভাবশালী নেত্রী
অন্যদিকে পিটিআই ছাড়ার ঘোষণা দিয়েছেন দলটির আরেক নেতা ও পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সদস্য মিঞা জলিলও। তিনি ৯ মে-র সহিংসতার জন্য ইমরান খানকে দায়ী করেন। এমনকি দলের অন্যদেরও ইমরান খান, তার মতাদর্শ ও রাজনীতি থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়ার আহ্বান জানান তিনি।
এ ছাড়াও পিটিআই ছাড়ার ঘোষণা দিয়েছেন দলটি থেকে নির্বাচিত জাতীয় পরিষদের সদস্য আফতাব হোসাইন সিদ্দিকী, পিটিআই পশ্চিম পাঞ্জাবের সভাপতি ফায়জুল্লাহ কামোকা, পিটিআই থেকে নির্বাচিত পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সদস্য আবদুল রাজ্জাক খান নিয়াজীসহ কয়েক নেতা।
]]>