Skip to content

জাতিসংঘ মহাসচিবকে ‘যুক্তরাষ্ট্রের পুতুল’ আখ্যা উ. কোরিয়ার | আন্তর্জাতিক

জাতিসংঘ মহাসচিবকে ‘যুক্তরাষ্ট্রের পুতুল’ আখ্যা উ. কোরিয়ার | আন্তর্জাতিক

<![CDATA[

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ‘যুক্তরাষ্ট্রের পুতুল’ আখ্যা দিয়েছে উত্তর কোরিয়া। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার সমালোচনা করায় তাকে এ ত্বকমা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর এপির।

গত শুক্রবার (১৮ নভেম্বর) একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএমের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের মুল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম বলে জানায় জাপান। পিয়ংইয়ংয়ের এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র।

মার্কিন কর্মকর্তাদের পাশাপাশি এর নিন্দা জানান জাতিসংঘ মহাসচিব গুতেরেসও। বিবৃতিতে উস্কানিমূলক আচরণ থেকে বিরত থাকার জন্য উত্তর কোরিয়াকে আহ্বান জানান তিনি। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়া।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী গুতেরেসকে ‘যুক্তরাষ্ট্রের পুতুল’ বলে অভিহিত করেন। পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই এক বিবৃতিতে বলেন, ‘আমার প্রায়ই মনে হয়, জাতিসংঘ মহাসচিব হোয়াইট হাউস বা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্য। জাতিসংঘের মূল নীতি হচ্ছে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা। তবে গুতেরেসের দৃষ্টিভঙ্গি দুঃখজনক।’

আরও পড়ুন: কলোরাডোয় নাইটক্লাবে বন্দুক হামলা, আটক ১

চো সন হুই আরও বলেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিরাপত্তা পরিষদে নিয়ে যাওয়ার স্পষ্ট প্রমাণ করে যে তিনি মার্কিন পুতুল। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ে স্থানীয় সময় সোমবার (২১ নভেম্বর) নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা, জার্মানি, ব্রিটেন, ফ্রান্স ও ইতালির মন্ত্রীরা বলেছেন, উত্তর কোরিয়ার কর্মকাণ্ডগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে একটি ঐক্যবদ্ধ ও জোরালো প্রতিক্রিয়ার দাবি রাখে।

আরও পড়ুন: তুষারপাত-তুষারঝড়ে বিপর্যস্ত নিউইয়র্ক, ৩ জনের মৃত্যু

এদিকে জি-৭-এর বিবৃতিতে বলা হয়, শুক্রবারের পরীক্ষাটি একটি ‘বেপরোয়া কাজ’ এবং জাতিসংঘের প্রস্তাবগুলোর ‘একটি নির্লজ্জ লংঘন।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘নজিরবিহীনভাবে ২০২২ সালে উত্তর কোরিয়ার ধারাবাহিক অবৈধ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণগুলো আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি গুরুতর হুমকি সৃষ্টি করে।’

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *