Skip to content

জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করলে প্রতিহত করা হবে: মায়া | বাংলাদেশ

জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করলে প্রতিহত করা হবে: মায়া | বাংলাদেশ

<![CDATA[

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যারা বানচালের চেষ্টা করবে, জনগণকে সঙ্গে নিয়ে তাদেরকে প্রতিহত করা হবে। জ্বালাও পোড়াও এবং জঙ্গিবাদের দোসরদের এই দেশের মানুষ দেখতে চায় না।

সোমবার (১৯ জুন) বিকেলে চাঁদপুরের মতলব উত্তরের ফরাজীকান্দি স্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বিএনপি জামায়াত দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে নানা পাঁয়তারা করছে। তাদের ষড়যন্ত্র শেখ হাসিনার কর্মীরা নস্যাৎ করে দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখবে। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনে বিজয়ী হয়ে আগামী দিনেও দেশ শেখ হাসিনার নেতৃত্বেই চলবে।

আরও পড়ুন:  নিজেরা ব্যর্থ হয়ে বিদেশি শক্তিকে কাজে লাগাতে চায় বিএনপি: কাদের

ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হেলাল উদ্দিন সরকারের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ মহানগরী আওয়ামী লীগ নেতা সাজেদুর রহমান দিপু চৌধুরী, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াছুর রহমান প্রমূখ।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *