<![CDATA[
চলতি বছরের জানুয়ারিতে পণ্য রফতানিতে বাংলাদেশের আয় ৫১৩ কোটি ৬২ লাখ ডলার। এতে প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৮৯ শতাংশ।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জানুয়ারি মাসে রফতানি থেকে আয় হয়েছে ৫১৩ কোটি ৬২ লাখ ডলার। বিগত অর্থবছরের জানুয়ারিতে এ আয়ের পরিমাণ ছিল ৪৮৫ কোটি ডলার। আয় বেড়েছে ৫ দশমিক ৮৯ শতাংশ।
তবে চলতি বছরের জানুয়ারিতে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫২৪ কোটি ৬০ লাখ ডলার। সে বিবেচনায় আয় ২ দশমিক ১০ শতাংশ কম হয়েছে।
আরও পড়ুন: জানুয়ারিতে পোশাকখাতে রেকর্ড রফতানি আয়!
এদিকে গত ডিসেম্বরে রফতানি থেকে রেকর্ড সর্বোচ্চ ৫৩৬ কোটি ৫২ লাখ ডলার আয় করে বাংলাদেশ। এ ছাড়া গত নভেম্বরেও ৫ বিলিয়ন ডলারের বেশি পণ্য রফতানি করেছিল বাংলাদেশ।
ইপিবির তথ্যানুসারে, জানুয়ারি শেষে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে মোট রফতানি আয় দাঁড়িয়েছে ৩২ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৮১ শতাংশ বেশি। আগের অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে রফতানি থেকে ২৯ দশমিক ৫৫ বিলিয়ন ডলার আয় করেছিল বাংলাদেশ।
এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম মাসে ১৯৫ কোটি ৮৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে দেশে। আগের মাস ডিসেম্বরে এসেছে ১৬৯ কোটি ৯৭ লাখ ডলার। সে হিসাবে গত মাসের চেয়ে জানুয়ারিতে ২৫ কোটি ৯১ লাখ ডলার বেশি এসেছে।
]]>