Skip to content

জাপানের সমুদ্র সৈকতে রহস্যময় ধাতব বল নিয়ে হইচই | আন্তর্জাতিক

জাপানের সমুদ্র সৈকতে রহস্যময় ধাতব বল নিয়ে হইচই | আন্তর্জাতিক

<![CDATA[

সম্প্রতি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের আকাশে রহস্যময় উড়ন্ত বস্তু দেখা যায়। এসব উড়ন্ত বস্তুকে বলা হচ্ছে ‘গোয়েন্দা বেলুন’। বিষয়টা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে বেশ আলোচনা-বিতর্ক চলছে। এই আলোচনার মধ্যে এবার জাপানের সমুদ্র সৈকতে ভেসে এসেছে একটি রহস্যময় ধাতব বল। বড় আকারের এই ধাতব বল নিয়ে শুরু হয়েছে হইচই।

সাধারণ নাগরিকদের পাশাপাশি জাপান সরকারের কর্মকর্তারাও বলটি দেখে বিস্মিত। তারা এটা নানা পরীক্ষা-নিরীক্ষা করেন। সেসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। অনেকেরই প্রশ্ন, বিশাল ফাঁপা লোহার বলটি আসলে কী আর কীভাবেই বা এটা জাপানের সৈকতে ভেসে এলো?

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, টোকিও থেকে প্রায় ১৫৫ মাইল দূরে দক্ষিণের উপকূলীয় শহর হামামাতসু সমুদ্র সৈকতে গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে এক জাপানি নাগরিক প্রথম বিশাল ধাতব বলটি দেখতে পান। এরপর ফোনে পুলিশকে বিষয়টি জানান তিনি। তিনি বলেন, সমুদ্র সৈকতে একটি বড় গোলাকার বস্তু পড়ে রয়েছে।

আরও পড়ুন: রোহিঙ্গাদের জন্য আরও ৪.৫ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান

এই খবরের পেই জাপানের গণমাধ্যমে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসন তাৎক্ষণিকভাবে সমুদ্র সৈকতে সাধারণ মানুষের চলাচল নিষিদ্ধ করে। এলাকাটি পুলিশ, নিরাপত্তা রক্ষী ও উপকূলরক্ষীরা ঘিরে রাখে। তবে বিকেল ৪টায় এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।

স্থানীয় গণমাধ্যম জানায়, এই গোলকের ব্যাস প্রায় ১.৫ মিটার। এটা বোমা বা মাইন হতে পারে। বিশেষজ্ঞরা এক্স-রে প্রযুক্তি ব্যবহার করে বস্তুর ভেতরের অংশ পরীক্ষা করার পর জানান, এটার ভেতরের অংশ ফাঁপা। বলটি পরীক্ষার জন্য বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াডও ডেকেছিল পুলিশ। এরপর কিছু তদন্তকারীকে বিশেষ নিরাপত্তার পোশাক পরে সেটা পরীক্ষা করতেও দেখা যায়।

আরও পড়ুন: নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্র, জাপান ও দ.কোরিয়ার ত্রি-পাক্ষিক আলোচনা

রিপোর্ট অনুযায়ী, এটি একটি বড় বৃত্ত যার উপর হুক রয়েছে। জাপানের নিরাপত্তা বাহিনী ও পুলিশ আরও তদন্তের জন্য বলটি তাদের হেফাজতে রেখেছে। বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে এসেছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলেছে, জাপানের সমুদ্র সৈকতে যে বিশাল ধাতব বল পাওয়া গেছে, সেটা নিছকই সাধারণ সামুদ্রিক যানের কোনো অংশ হতে পারে।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *