Skip to content

জাপানের ১০ অঞ্চলের খাদ্য আমদানিতে চীনের নিষেধাজ্ঞা | আন্তর্জাতিক

জাপানের ১০ অঞ্চলের খাদ্য আমদানিতে চীনের নিষেধাজ্ঞা | আন্তর্জাতিক

<![CDATA[

ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পানি সমুদ্রে ছাড়ার পরিকল্পনা নিয়ে ক্ষোভের মধ্যে জাপানের ১০টি এলাকা থেকে খাদ্যপণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। এছাড়াও দেশটির অন্যান্য অঞ্চল থেকে পণ্য চালান সম্পূর্ণরুপে তেজস্ক্রিয়তা পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নেয়া হয়। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

শুক্রবার (৭ জুলাই) জাপানের শুল্ক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ফুকুশিমাসহ জাপানের দশটি অঞ্চল থেকে খাদ্যসামগ্রী আমদানি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও নিরাপত্তার উদ্বেগের কারণে জাপানের অন্যান্য অঞ্চলের খাদ্যের ওপর কঠোর বিকিরণ পরীক্ষা পরিচালনা করা হবে।

বিবৃতিতে আরও জানানো হয়। তেজস্ক্রিয় পদার্থ শনাক্ত ও পর্যবেক্ষণ জোরদার করতে চীনে রপ্তানি করা জাপানি খাবারের নিরাপত্তা নিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পণ্য আমদানি কঠোরভাবে প্রতিরোধ করা হবে।  চীন কাস্টমস এ ব্যাপারে উচ্চ স্তরের সতর্কতা বজায় রাখবে।

তবে কোন কোন অঞ্চলের খাদ্যপণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তা উল্লেখ করা হয়নি।

আরও পড়ুন: চীনা সেনাবাহিনীকে যুদ্ধের জন্য কঠোরভাবে প্রস্তুত হতে বললেন শি

২০১১ সালে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিপর্যয়ের পর সেখানকার দূষিত পানি সমুদ্রে ফেলার পরিকল্পনা করে জাপান। চীনের কাস্টমস এজেন্সি বলছে, বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে পরিকল্পনাটি হচ্ছে না।

চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস বলছে, জাপান থেকে সমুদ্রে পরমাণু দূষিত পানি নিঃসরণ পুরো বিশ্বের মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। তবে মঙ্গলবার (৪ জুলাই) আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জাপানের পানি ছাড়ার এ পরিকল্পনা অনুমোদন করেছে।

কিন্তু চীনের পরমাণু শক্তি কর্তৃপক্ষের প্রতিবেদনে বলা হয়েছে, ৭০ শতাংশেরও বেশি পারমাণবিক দূষিত পানিতে ফিল্টার ব্যবস্থায় আরও নিষ্কাশন প্রয়োজন।

আরও পড়ুন: ইরানের বিরুদ্ধে মার্কিন জ্বালানিবাহী ট্যাংকার আটকের চেষ্টার অভিযোগ

এ অবস্থায় জাপান থেকে ভোজ্য আমদানির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন চীন। চীন বলছে, এটি তাদের দেশের ভোক্তাদের জাপান থেকে আমদানি করা খাদ্যের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় ফেলেছে। ভোক্তাদের উদ্বেগ কমাতে তারা ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নেবে।

১২ বছর আগেই চীন প্রথম জাপানের ১০টি এলাকা থেকে খাদ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। ২০১১ সালের মার্চ মাসে উত্তর-পূর্ব জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিপর্যয়ে তেজস্ক্রিয় পদার্থ নির্গত হওয়ার পর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।  

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *