Skip to content

জাপানে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প | আন্তর্জাতিক

জাপানে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প | আন্তর্জাতিক

<![CDATA[

জাপানের রাজধানী টোকিওর পূর্ব উপকূলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। খবর এএফপির

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২৬ মে) সন্ধ্যায় ভূমিকম্পটি অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

 

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাপানের চিবা অঞ্চলের কাছে প্রশান্ত মহাসাগরে ভূপৃষ্ঠ থেকে ৫০ কিলোমিটার গভীরে।

 

আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

 

ভূমিকম্পের কারণে টোকিরও সুউচ্চ ভবনগুলো কেঁপে ওঠে এবং ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

 

এর আগে ৫ মে জাপানের ইশিকাওয়া অঞ্চলে ৬ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। এতে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।

 

জাপানের ভৌগলিক অবস্থান গত কারণে পৃথিবীর যেই কোনো দেশের চেয়ে বেশি ভূমিকম্প অনুভূত করে থাকে। 
 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *