<![CDATA[
গত দুই দিনে জামালপুরের সাত উপজেলা থেকে বিএনপির ৫০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। নাশকতার অভিযোগে তাদের আটক করা হয়েছে।
শুক্রবার (১৯ মে) জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক হওয়া ব্যক্তিদের মধ্যে জামালপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন বাবুল, যুব বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জেলা কৃষকদলের আহ্বায়ক মাজেদুল ইসলাম সাত্তারসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের ৫০ নেতাকর্মী রয়েছেন।
এদের মধ্যে জামালপুর সদরে ১৬ জন, মেলান্দহে ৪ জন, ইসলামপুরে ৫ জন, দেওয়ানগঞ্জে ৬ জন, সরিষাবাড়িতে ৭ জন, বকশীগঞ্জে ৯ জন এবং মাদারগঞ্জ থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: খুলনায় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, রণক্ষেত্র প্রেসক্লাব এলাকা
শনিবার (২০ মে) কেন্দ্রীয় বিএনপি ঘোষিত সারাদেশে জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে জামালপুর জেলা বিএনপি আয়োজিত সমাবেশকে ঘিরে এ গ্রেফতার অভিযান চালানো হচ্ছে বলে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম অভিযোগ করেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ জানান, নাশকতার অভিযোগে বিএনপির নেতাকর্মীদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
]]>