Skip to content

জামিনে মুক্তির ৪ মাস পর আবারও ৫০ হাজার ইয়াবাসহ আটক ভূট্টো | বাংলাদেশ

জামিনে মুক্তির ৪ মাস পর আবারও ৫০ হাজার ইয়াবাসহ আটক ভূট্টো | বাংলাদেশ

<![CDATA[

কক্সবাজারের উখিয়া উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে চার মাস আগে জামিনে মুক্ত আসামি নুরুল আমিন ভূট্টোকে আবারও ৫০ হাজার ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

রোববার (৩০ জুলাই) ভোরে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের সীমান্তবর্তী করইবুনিয়া এলাকায় এ অভিযান চালানো হয়েছে বলে জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

আটক নুরুল আমিন ভূট্টো ২৪ উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের করইবুনিয়া এলাকার আলী আহম্মদের ছেলে।

পুলিশ জানিয়েছে, আটক নুরুল আমিন ভূট্টো পুলিশের তালিকাভুক্ত একজন মাদক কারবারি। এর আগে মাদক মামলায় গ্রেফতার হয়ে চার মাস আগে কারাগার থেকে জামিনে বের হয়েছিল। তার বিরুদ্ধে ৮টি মাদকের মামলা রয়েছে এবং ইয়াবার গডফাদার ইকবালের ভাই। মূলত তারাই জামাই শফিউল্লাহর সঙ্গে সম্পৃক্ত হয়ে বাংলাদেশে ইয়াবা প্রবেশ করাচ্ছে।

আরও পড়ুন: নাফ নদীর প্যারাবন থেকে ১ লাখ পিস ইয়াবা জব্দ

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘রোববার ভোরে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা করইবুনিয়া এলাকায় জনৈক ব্যক্তির বাড়িতে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের বড় একটি চালান মজুদের খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। সন্দেহজনক বাড়িটি ঘেরাও করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। বাড়িটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ৫০ হাজার ইয়াবা। উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।’

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান শেখ মোহাম্মদ আলী।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *