<![CDATA[
চুয়াডাঙ্গার জীবননগরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সানোয়ার হোসেন নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের শিমুলতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সানোয়ার হোসেন জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের কালামাঠপাড়ার বদর উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: আশিকের মাথা পিষে দিয়ে চলে গেল বাস
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, বৃহস্পতিবার দুপুরে জীবননগর কালামাঠপাড়ার সানোয়ারসহ বেশ কয়েকজন মিলে ট্রাক্টরে গরু বিক্রির জন্য শিয়ালমারি হাটে যাচ্ছিলেন। মনোহরপুরের শিমুলতলায় পৌঁছলে ট্রাক্টর থেকে ছিটকে পাকা রাস্তায় পড়ে চাকায় পিষ্ট হন সানোয়ার। তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
]]>