Skip to content

জুলাই মাসে কনসার্ট করতে ঢাকা আসছেন অনুপম! | বিনোদন

জুলাই মাসে কনসার্ট করতে ঢাকা আসছেন অনুপম! | বিনোদন

<![CDATA[

জুলাই মাসে ঢাকায় অনুষ্ঠান করার কথা সংগীতশিল্পী অনুপম রায়ের। জানা গেছে, ৬ জুলাই ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় তাকে নিয়ে ‘ম্যাজিক্যাল নাইট’ কনসার্টের আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশনস।

ভারতীয় এক সংবাদমাধ্যমের কাছে এ ব্যাপারে অনুপম বলেন, ‘এখনও চূড়ান্ত কিছু বলার পর্যায় নেই বিষয়টি। কারণ, আমাদের এখনও ভিসা হয়নি। আগে সবটা হোক, তারপর দেখা যাবে। আমি এখনই সঠিক বলতে পারছি না।’

আরও পড়ুন: ‘পূর্ণতা’ দুঃখের নয়, সুখের গান

তবে এই খবরে উত্তেজনায় ভাসছেন ভক্ত-অনুরাগীরা। পেশাদার জীবন হোক কিংবা ব্যক্তিগত জীবন— বিভিন্ন কারণে প্রকাশ্যে আসে অনুপমের নাম। কিছুদিন আগে তার বিচ্ছেদকে কেন্দ্র করেও হয়েছিল বিস্তর সমালোচনা। যদিও অতীত ভুলে এগিয়ে গিয়েছেন তিনি। ‘নন্টে ফন্টে’ সিনেমায় তার গান পেয়েছে অনেক প্রশংসাও।

আরও পড়ুন:চলতি বছরেই আসছে শিরোনামহীনের নতুন অ্যালবাম

আগামী মাসে বাংলাদেশের শ্রোতারা আদৌ অনুপমের কনসার্ট দেখতে পান কি না, তা জানা যাবে কয়েক সপ্তাহ পর।

সূত্র: আনন্দবাজার

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *