Skip to content

জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার হামলা অব্যাহত | আন্তর্জাতিক

জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার হামলা অব্যাহত | আন্তর্জাতিক

<![CDATA[

ইউক্রেনজুড়ে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েই যাচ্ছে রুশ সেনারা। এতে, দেশটির অর্ধেকেরও বেশি বিদ্যুৎকেন্দ্র বিকল হয়ে পড়েছে বলে দাবি দেশটির প্রেসিডেন্টের। এরই মধ্যে কিয়েভ পরিদর্শন শেষে ইউক্রেনকে আরও সহায়তার আশ্বাস দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি। এদিকে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিহত করতেই পোল্যান্ডে ভুলবশত ইউক্রেন হামলা চালিয়েছে বলে আবারও দাবি করেছে যুক্তরাষ্ট্র। খবর ইন্ডিয়া টুডের।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, শুক্রবারও (১৮ নভেম্বর) মারিওপোল, জাপোরিঝিয়াসহ ইউক্রেনের বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। মূলত জ্বালানি অবকাঠামো ও সামরিক স্থাপনা লক্ষ্য করেই হামলা চালানোর দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে হতাহতের পাশাপাশি বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ, বিদ্যুৎবিচ্ছিন্ন ইউক্রেনের কোটি মানুষ। তবে বিভিন্ন অঞ্চলে প্রতিরোধ গড়ার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পূর্বাঞ্চলীয় দোনেৎস্কে রুশ বাহিনীর অন্তত ১০০টি হামলা প্রতিহতের দাবি তার। এরই মধ্যে কিয়েভ পরিদর্শন শেষে ইউক্রেনকে আরও সহায়তার আশ্বাস দিয়েছেন ইইউর বাণিজ্যবিষয়ক কমিশনার।

এদিকে, পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দায় কার? এ নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। এ ঘটনায় মস্কো-কিয়েভের পাল্টাপাল্টি দোষারোপের মধ্যেই যুক্তরাষ্ট্রের দাবি, রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিহত করতেই পোল্যান্ডে ভুলবশত হামলা চালিয়েছে ইউক্রেন। হোয়াইট হাউস জানায়, এ ইস্যুতে ইউক্রেনীয়দের সঙ্গে মার্কিন ও পোলিশ কর্মকর্তাদের প্রাথমিক আলোচনা শেষে এমনটাই মনে করছেন তারা।

আরও পড়ুন: ইউক্রেন পুনর্গঠনে বিনিয়োগ করবে অস্ট্রেলিয়ার ধনকুবের

হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেন, মার্কিন ও পোলিশ কর্মকর্তারা ঘটনাটি স্পষ্ট করার জন্য ইউক্রেনের সঙ্গে যোগাযোগ করেছেন। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান বলেছিলেন, এ পরিস্থিতিতে আলোচনায় ইউক্রেন পুরোপুরি প্রস্তুত। এ ঘটনার জন্য দায়ী রাশিয়া, দেশটি বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। পোলিশ প্রেসিডেন্টের প্রাথমিক মূল্যায়নকে সমর্থন করে আমরাও মনে করছি, ভুলবশত ইউক্রেন ক্ষেপণাস্ত্রটি পোল্যান্ডে বিস্ফোরণ ঘটিয়েছে।

চলতি সপ্তাহেই ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই দেশটির সীমান্তবর্তী পোল্যান্ডের একটি গ্রামে বিস্ফোরণে দুজন নিহত হওয়ার খবর জানায় পোল্যান্ড সরকার।

আরও পড়ুন: ইউক্রেনের অর্ধেক বিদ্যুৎকেন্দ্র নষ্ট হয়ে গেছে

অন্যদিকে, পোল্যান্ডের পর এবার নর্ডস্ট্রিম পাইপলাইনে ছিদ্রের ঘটনাকে নাশকতা বলে দাবি করছে সুইডেন। তবে এ নাশকতার জন্য কে দায়ী, সে সম্পর্কে কোনো তথ্য দেয়নি সুইডিশ সরকার। সুইডেনের এমন মন্তব্যের পর জার্মানির পক্ষ থেকেও বলা হয়, পাইপলাইনে ছিদ্রের ঘটনা নজরদারিতে রেখেছে তারা।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *