Skip to content

জয় পাবে বাংলাদেশ তা বিশ্বাসই ছিলনা তামিমের | খেলা

জয় পাবে বাংলাদেশ তা বিশ্বাসই ছিলনা তামিমের | খেলা

<![CDATA[

আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে জিতে ২-০ তে সিরিজ জয় করেছে বাংলাদেশ। শেষ ম্যাচটা অনেকটা ফস্কে গিয়েছিল বাংলাদেশের হাত থেকে। এমনকি টাইগার অধিনায়ক তামিম ইকবালও ভাবতে পারেননি বাংলাদেশ এই ম্যাচে জয় পাবে।

চেমসফোর্ডে রোববার (১৪ মে) এক অবিশ্বাস জয় পেয়েছে বাংলাদেশ। শেষ দুই ওভারের নাটকীয়তায় শেষ হাসি হেসেছে টাইগাররা। শেষ ওভারে ১০ রান লাগলেও হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ের সামনে টিকতে পারেনি আইরিশ ব্যাটাররা। শেষ পর্যন্ত ৫ রানে জয় পায় বাংলাদেশ।

এক সময় মনে হচ্ছিল আয়ারল্যান্ড ম্যাচটা অতি সহজেই জিতে যাবে। তবে প্রথম দুই ম্যাচে সুযোগ না পাওয়া মুস্তাফিজ এই ম্যাচে একাদশে সুযোগ পেয়েই বাজিমাত করেছেন। আর হাসান মাহমুদও দেখিয়েছেন তার বোলিং কারিশমা।

এদিকে ম্যাচ শেষে যখন তামিমকে ডাকা হয় তখন তিনি জানান, ম্যাচটা হাতছাড়া হয়েছে এমনটাই ভেবে ফেলেছিলেন। তবে শেষের দুই উইকেটের পর মনে জয়ের বিশ্বাস জন্মে তার। ম্যাচ শেষে তামিম বলেন, ‘আমি যদি বলি যে,  জয়ের ব্যাপারে বিশ্বাস ছিল তাহলে মিথ্যা বলা হবে। ভেবেছিলাম ম্যাচটা বেরিয়ে গেছে। কিন্তু ক্যাম্পার ও টাকারকে আউট করার পর জয়ের বিশ্বাস জন্মেছিল।’

আরও পড়ুন: শেষের নাটকীয়তায় সিরিজ জিতল বাংলাদেশ 

টাইগার অধিনায়ক আরও জানান, তিনি ভুলেই গিয়েছিলেন শান্তর বোলিংয়ের কথা। তামিম বলেন, ‘৪০ ওভার পর্যন্ত নাজমুল শান্ত যে বোলিং করতে পারে এটা আমার মাথায়ই ছিল না। কিন্তু যেভাবে মেহেদি মিরাজ বল করেছে, তাতে আমি বাধ্য হয়েছি শান্তকে বোলিংয়ে আনতে।’

প্রথম ম্যাচ বৃষ্টির বাগড়ায় বাতিল হয়ে যায়। এরপর টানা দুই ম্যাচ শেষের রোমাঞ্চে জয় পেয়েছে বাংলাদেশ। এই সিরিজ জয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগে শক্ত অবস্থায়ই রয়েছে বাংলাদেশ। ইংল্যান্ডের সঙ্গে সমান ১৫৫ পয়েন্ট বাংলাদেশের। তবে নেট রান রেটে পিছিয়ে থাকায় টেবিলের তিনে অবস্থান করছে বাংলাদেশ।   

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *