Skip to content

জয়-হাবিবুর নৈপুণ্যে শেষটা জয়ে রাঙাল খুলনা | খেলা

জয়-হাবিবুর নৈপুণ্যে শেষটা জয়ে রাঙাল খুলনা | খেলা

<![CDATA[

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নবম আসরে নিজেদের শেষ ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে খুলনা টাইগার্স। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মাহমুদুল হাসান জয় ও হাবিবুর রহমান।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বরিশালের দেয়া ১৭০ রান তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৩ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় খুলনা।

৪৩ বলে ৬৪ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন জয়। হাবিবুর অপরাজিত থাকেন ৩৩৩ স্ট্রাইকরেটে ৯ বলে ৩০ রান করে।

আরও পড়ুন: মিরপুরে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাটের কবলে বরিশাল-খুলনার ম্যাচ

আসর থেকেই আগেই বিদায় নিশ্চিত করা খুলনা লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হারিয়ে বসে সাব্বির রহমানের উইকেট।৬ বলে ২ রান করে ডোয়াইন প্রিটোরিয়াসের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন সাব্বির। তবে আরেক ওপেনার অ্যান্ডি বালবির্নি দিয়েছেন আস্থার প্রতিদান। ৩৩ বলে ৩৭ রান করে তিনি ক্রিজ ছাড়েন দলীয় ৭৬ রানে। তার আগে দলীয় ৪৮ রানে ১৫ রান করে বোলার চতুরাঙ্গা ডি সিলভার হাতে ক্যাচ দিয়ে ফিরেছিলেন শাই হোপ।

চতুর্থ উইকেট জুটিতে ইয়াসির আলিকে নিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান মাহমুদুল হাসান জয়। রান আউট হওয়ায় শেষ পর্যন্ত জয়কে সঙ্গ দিতে পারেননি ইয়াসির। তার ব্যাট থেকে আসে ১৩ রান। শেষদিকে ক্রিজে নেমে চমক দেখান হাবিবুর রহমান। ৯ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৩৩ স্ট্রাইকরেটে এ ব্যাটার অপরাজিত থাকেন ৩০ রানে। অন্যদিকে ৪৩ বলে ৫ চার ও ২ ছক্কায় ৬৪ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন জয়।

আরও পড়ুন: রংপুরকে হটিয়ে সেরা দুইয়ে কুমিল্লা

বরিশালের পক্ষে ১টি করে উইকেট তুলে নেন খালেদ আহমেদ, ডোয়াইন প্রিটোরিয়াস ও চতুরাঙ্গা ডি সিলভা।

এদিকে শেষ ম্যাচে জয় তুলে টেবিলের তলানিতে থাকার লজ্জা থেকে বাঁচল খুলনা। চট্টগ্রাম ও ঢাকার সমান ৬ পয়েন্ট নিয়েও নেট রান রেটে এগিয়ে থাকায় তারা উঠে এসেছে টেবিলের পাঁচে। ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে বরিশাল প্লে অফে পাড়ি দিয়েছে টেবিলের চারে থেকে।

সমান ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের সেরা দুইয়ে নিজেদের স্থান পোক্ত করে প্রথম কোয়ালিফায়ারের টিকিট নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অন্যদিকে রংপুর ও বরিশাল মুখোমুখি হবে এলিমেনেটর রাউন্ডে।
 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *