Skip to content

ঝালকাঠিতে এক হাজতির মৃত্যু | বাংলাদেশ

ঝালকাঠিতে এক হাজতির মৃত্যু | বাংলাদেশ

<![CDATA[

ঝালকাঠি জেলা কারাগারে ডাকাতি মামলার এক হাজতির মৃত্যু হয়েছে। মো. রফিকুল ইসলাম ওরফে বিপ্লব (৪৭) নামে ওই হাজতি শনিবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে ঝালকাঠি সদর হাসপাতালে মারা যান।

রফিকুল ইসলাম ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মৌলবীডাঙ্গী গ্রামের প্রয়াত নূর ইসলাম ব্যাপারীর ছেলে। তিনি গত ২৪ ফেব্রুয়ারি থেকে ঝালকাঠি সদর থানার একটি ডাকাতি মামলার আসামি হয়ে জেলা কারাগারে বন্দি ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি কারা তত্ত্বাবধায়ক (জেলার) মো. আক্তার হোসেন শেখ বলেন, সকালে কারাগারে অবস্থানকালে আসামি রফিকুল ইসলামের বুকে ব্যথা অনুভব হলে কারাগারের চিকিৎসক মো. হাবিবুর রহমান তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বেলা ৮টার দিকে তার মৃত্যু হয়। লাশ ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন: : ঝালকাঠিতে কলেজছাত্রী হত্যায় যুবকের ফাঁসি

ঝালকাঠি হাসপাতালে দায়িত্বরত জরুরি বিভাগের চিকিৎসক দীন মোহাম্মদ বলেন, ওই ব্যক্তিকে অসুস্থ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  কীভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া বলা যাবে না বলেও জানান এ চিকিৎসক।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *