<![CDATA[
টাঙ্গাইলে মোটরসাইকেলে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) এক ছাত্র নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাতে টাঙ্গাইল পৌর শহরের সড়ক উন্নয়ন ও গণপূর্ত বিভাগের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম জুয়েল। তিনি মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী এবং কক্সবাজার রামু উপজেলার শ্রীমুড়া ৭ নং ওয়ার্ড কবির আহমেদের ছেলে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নিহত জুয়েল ও তার সহপাঠী বৃহস্পতিবার সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে শহরে ঘুরতে যায়। এ সময় শহরের সড়ক ও গণপূর্ত বিভাগের সামনে গেলে পেছন থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তারা নিয়ন্ত্রণ হারিয়ে দুজনেই রাস্তার উপর পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করে। অন্যজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: সাভারে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নবীন হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত শিক্ষার্থীর মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনরা আসলে হস্তান্তর করা হবে। এ ঘটনায় সিএনজি চালককে আটক করা যায়নি।
জুয়েলের মৃত্যুতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, ট্রেজারার প্রফেসর ড. মো: সিরাজুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এর পক্ষ থেকেও শোক জানানো হয়।
]]>