Skip to content

টানা ছয় ম্যাচ হেরে অবশেষে চেলসির জয় দেখলেন ল্যাম্পার্ড | খেলা

টানা ছয় ম্যাচ হেরে অবশেষে চেলসির জয় দেখলেন ল্যাম্পার্ড | খেলা

<![CDATA[

ব্যর্থতার বৃত্তবন্দী চেলসির অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নেওয়ার পর দলটিকে কক্ষপথে ফেরানো তো দূরের কথা, একের পর এক ম্যাচ হেরেছেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। দ্বিতীয় দফা দলটির দায়িত্বনেওয়ার পর সব প্রতিযোগিতা মিলে টানা ৬ ম্যাচ হারার পর প্রথম জয়ের দেখা পেলেন তিনি। তাতে স্বস্তির বাতাস বইছে স্টামফোর্ড ব্রিজের দলটিতে।

শনিবার (৬ মে) প্রিমিয়ার লিগের খেলায় বোর্নমাউথের মাঠে ৩-১ গোলে জয় পেয়েছে চেলসি। চেলসির পক্ষে গোল করেন কনর গ্যালাঘার, বেনোয়া বাদিয়াশিলা ও জোয়াও ফেলিক্স। বোর্নমাউথের হয়ে ব্যবধান কমান ম্যাথিয়াস ভিনা।

টানা ব্যর্থতার প্রেক্ষিতে গত মাসের শুরুতে গ্রাহাম পটারকে বরখাস্ত করে মৌসুমের তৃতীয় কোচ হিসেবে ল্যাম্পার্ডকে কোচের দায়িত্ব দেয় চেলসি। প্রায় দুই বছর পর ক্লাবটিতে দ্বিতীয় দফায় কোচ হিসেবে ফিরেন ক্লাবের এই কিংবদন্তি।

আরও পড়ুন:লিডসকে হারিয়ে শিরোপার সুবাস পাচ্ছে ম্যানসিটি

দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়ার পর ল্যাম্পার্ডের অধীনে লিগে টানা চার ম্যাচে হারের মুখ দেখে চেলসি। মাঝে চ্যাম্পিয়ন্স লিগের দুই লেগেই রিয়াল মাদ্রিদের কাছেও হেরে যায় মাত্র এক মৌসুম আগেই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা দলটি।

অবশেষে বোর্নমাউথের বিপক্ষে জয়ের মুখ দেখল চেলসি। এদিন ম্যাচের নবম মিনিটেই গ্যালাঘার গোল করে এগিয়ে দেন চেলসিকে। তবে ২১ মিনিটে লেফটব্যাক ম্যাথিয়াস ভিনার গোলে সমতায় ফেরে বোর্নমাউথ।

প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও দীর্ঘক্ষণ সমতা ছিল খেলায়। আরও এক ম্যাচে জয়হীন থাকার শঙ্কা যখন বাড়ছিল স্টামফোর্ড ব্রিজের দলটির। কিন্তু ৮২ মিনিটে বাদিয়াশিলা ব্লুদের আনন্দের উপলক্ষ এনে দেন। আর এর চার মিনিট পর জোয়াও ফেলিক্স গোল করলে জয়ের ব্যাপারে অনকটাই নিশ্চিত হয়ে যায় চেলসি।

এই জয়ে ৩৪ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১১ নম্বরে উঠে এসেছে চেলসি। অন্যদিকে ৩৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে বোর্নমাউথ।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *