Skip to content

টানা দুই ইনিংসে হাফসেঞ্চুরি, দিপুকে নিয়ে উচ্ছ্বসিত বাশার | খেলা

টানা দুই ইনিংসে হাফসেঞ্চুরি, দিপুকে নিয়ে উচ্ছ্বসিত বাশার | খেলা

<![CDATA[

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে টানা দুই ইনিংসে হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন শাহাদাত হোসেন দিপু। চলতি চারদিনের আনঅফিসিয়াল টেস্টে প্রথম ইনিংসে ৭৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৫০ রান করেছেন তিনি। এই তারকার প্রশংসায় পঞ্চমুখ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হাবিবুল বাশার সুমন।

বৃহস্পতিবার (২৫ মে) গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাশার বলেন, ‘তাকে দেখে গোছানো মনে হয়েছে। লঙ্গার ভার্সনে যে রকম ব্যাটিং করতে হয়, দিপুকে দেখে ওই রকম মনে হয়েছে। ভেরি অরগানাইজড, টেকনিকেও ভালো। ওর ব্যাটিং বেশ ইম্প্রেসিভ। উইকেটটা কিন্তু অত সহজ ছিল না। কারণ সিলেটে দুই ম্যাচেই ৬ মিলি. ঘাস রেখেছি। ফলে কন্ডিশনটাও বেশ সিমিং।’

আরও পড়ুন: ১৬৬ রানের লিড বাংলাদেশের, তিনজনের হাফসেঞ্চুরি

দিপু এখন পর্যন্ত ১৮টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন। যেখানে ৩৪.৯৬ গড়ে ১ হাজার ১১৯ রান করেছেন তিনি। দুটি সেঞ্চুরির পাশাপাশি দিপু হাঁকিয়েছেন ৮টি হাফসেঞ্চুরি। বাশার বলেন, ‘দিপু তো ভালো ব্যাটিং করছে অনেক দিন ধরেই। আমাদের ফাস্ট ক্লাস ক্রিকেটেও ভালো ব্যাটিং করেছে। দেখে মনে হচ্ছে, এভাবে চালিয়ে যেতে পারলে ভবিষ্যতে সে ভালো খেলোয়াড় হতে পারে।’

আরও পড়ুন: কোচিং কোর্স করতে আমিরাতে আশরাফুল

প্রসঙ্গত, চারদিনের আনঅফিসিয়াল টেস্টের দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ২৬৮ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিন আরও ১০৮ রান করার পর অলআউট হয়েছে তারা। পরে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৭৪ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। এই ইনিংসে আফিফ হোসেনের দলের হয়ে হাফসেঞ্চুরি করেছেন ওপেনার সাদমান ইসলাম, ইরফান শুক্কুর ও শাহাদাত হোসেন দিপু। সিলেটে স্বাগতিকদের লিড ১৬৬ রানের।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *