<![CDATA[
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল নিশ্চিতের পর ট্রেবল জয়ের সম্ভাবনা আরও জোরালো হয়েছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির। আর মাত্র তিন ম্যাচ জিতলেই ইতিহাসের প্রথম কোচ হিসেবে ভিন্ন দুটি দলের হয়ে ট্রেবল জয়ের নজির গড়বেন এই স্প্যানিশ মাস্টারমাইন্ড। রিয়ালকে হারানোর পর সে সম্ভাবনা নিয়ে নিজেই মুখ খুলেছেন গার্দিওলা।
ম্যানচেস্টারের শহর নিজেদের দখলে রেখেছে স্যার অ্যালেক্স ফার্গুসনের রেড ডেভিলস। প্রিমিয়ার লিগ ইতিহাসের সফলতম দল। এখন পর্যন্ত ইংলিশ ফুটবলে একমাত্র ট্রেবল জেতার নজিরটাও তাদের। সাম্প্রতিক সময়টা যেমনই কাটুক না কেন, ইউনাইটেডের সেসব অর্জনের প্রতিদ্বন্দ্বী কই?
সে বিতর্কে নিজেদের পাল্লা ক্রমশ ভারী করে চলেছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। শেষ ছয় মৌসুমে পঞ্চমবারের মতো লিগ শিরোপা উঁচিয়ে ধরার অপেক্ষায় তার দল। পরের ম্যাচে চেলসিকে হারালেই টানা লিগ জয়ের হ্যাটট্রিক করবে সিটিজেনরা।
আরও পড়ুন: গার্দিওলাকে মুখ বন্ধ করতে বলেছিলেন ডি ব্রুইনা, কিন্তু কেন?
ইউনাইটেডের ঐতিহ্যে ভাগ বসাতে, ইউনাইটেডের বিপক্ষেই জয় পেতে হবে ম্যান সিটির। স্বপ্নের ট্রেবল পূরণে, লিগ শিরোপা নিষ্পত্তির পরেই অপেক্ষা করছে ঐতিহ্যবাহী এফ এ কাপ ফাইনাল। নগরপ্রতিন্দ্বীদ্বের বিপক্ষে, যেখানে আগামী তেসরা জুন মাঠে নামবে সিটি।
চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বড় বাধা রিয়াল মাদ্রিদকেও নাকানিচুবানি খাইয়েছে সিটি। ঘরের মাঠে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়ে এখন ফাইনালের অপেক্ষায় দলটি। ইন্টারকে হারালেই আরাধ্য চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন পূরণ হবে গার্দিওলার। ব্যক্তিগতভাবে যা কিনা ২০১১ সালের পর জেতা হয়নি এই স্প্যানিশ বসের।
বিলিয়ন ডলার খরচ করা সিটির জন্যেও তো ইউরোপিয় শ্রেষ্ঠত্বের মুকুটটা আরাধ্যের। এখন পর্যন্ত ক্যাবিনেটে ওই একটা শিরোপার আক্ষেপই পোড়ায় সিটি সমর্থকদের। ইন্টার পরীক্ষায় উতরালেই সে অভিশাপ মোচন হবে দলটির।
ট্রেবলের প্রশ্নে যে গার্দিওলা বরাবরই চুপ থেকেছেন ইতিহাদে দাপুটে জয়ের পর এবার তিনিই মুখ খুলেছেন। মৌসুমের এমন অবস্থানে এসে, সমর্থকদের আর নিরাশ করতে চান না তিনি।
ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা বলেন, ‘হ্যাঁ, আমরা ট্রেবল জয়ের খুব কাছে। লিগে আমাদের আর একটি জয় দরকার। এফএ কাপে প্রতিবেশী দল ও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলবো ইন্টারের বিপক্ষে। এর মানে আমাদের মৌসুমটা খুবই ভালো কেটেছে। এখন আশা করছি সবগুলো শিরোপাই ঘরে তুলতে পারবো। এই মৌসুমটা আসলেই ভালো কেটেছে আমাদের।’
কোনো অঘটন না ঘটলে আর সিটির হয়ে ট্রেবল সম্পন্ন করলে ইতিহাসের সেরা কোচের বিতর্কেও নিজের জায়গাটা বেশ পাকাপোক্ত করে ফেলবেন গার্দিওলা। কারণটা সহজ। তার আগে ভিন্ন দুটি দলের হয়ে ট্রেবল জয়ের নজির নেই অন্য কারও।
]]>