Skip to content

ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ | বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ | বাংলাদেশ

<![CDATA[

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মোটরসাইকেল-নছিমন ও থ্রি হুইলার পাগলুর ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

রোববার (১১ জুন) সকালে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের বালিয়া পুকুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত আলিম উদ্দীন (৫৫) জেলার রাণীশংকৈল উপজেলার মুজাহিদাবাদ এলাকার খতু মোহাম্মদের ছেলে।

আহতরা হলেন-বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান (৪৮), ফুলতলা গ্রামের লিমন (২০), আমজানখোর ইউনিয়নের হরিণমারী গ্রামের আবেদুল (৪০), ভানোর ইউনিয়নের হলদিবাড়ী গ্রামের হাবিবুর রহমান (৩৬) ও রাণীশংকৈল উপজেলার সহিদুল ইসলাম (৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁও থেকে গরু নিয়ে একটি নছিমন ও থ্রি হুইলার (পাগলু) বালিয়াডাঙ্গী উপজেলা শহরের চৌরাস্তা দিকে যাচ্ছিল। হঠাৎ মোটরসাইকেল নিয়ে মহাসড়কে উঠে পড়ে ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান। প্রথমে পাগলুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে পিছনে থাকা নছিমন এসে পাগলুতে ধাক্কা দেয়। পাগলু ও মোটরসাইকেল দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই পাগলুতে থাকা আলিম উদ্দীন মারা যা়ন।

আরও পড়ুন: গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে শ্রমিক নিহত

খবর পেয়ে বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক একজনকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল, দুই জনকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং একজনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন।

একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সোবহান জানান, ঘটনাস্থল থেকে দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেল, নছিমন ও থ্রি হুইলার (পাগলু) উদ্ধার করে বালিয়াডাঙ্গী থানায় নিয়ে আসা হয়েছে।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *