<![CDATA[
সুড়ঙ্গর পাইরেসি ইস্যুতে কথা বলতে সিনেমার পরিচালক রায়হান রাফি এবং সিনেমার প্রধান দুই চরিত্র আফরান নিশো ও তমা মির্জা বৃহস্পতিবার (২৭ জুলােই) বিকেলে ডিবি কার্যালয়ে গিয়েছেন। সেখানে ডিবি প্রধান হারুন অর রশীদের সঙ্গে পুরো টিমের কথা হয়েছে এবং তিনি সিনেমাটি পাইরেসির সাথে যারা জড়িত তাদের দ্রুত শনাক্ত করে বিষয়টি সমাধানে ‘সুড়ঙ্গ’ টিমকে আশ্বস্ত করেছেন।
তবে চমক অন্য জায়গায়, ডিবি কার্যালয়ে টিম ‘সুড়ঙ্গ’র সঙ্গে দেখা গেছে ‘প্রিয়তমা’র প্রযোজক আরশাদ আদনানকেও। অথচ গত ৫ সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়ায় পাওয়া গেছে অন্য চিত্র। এমনকি বৃহস্পতিবার দুপুরেও ‘প্রিয়তমা’র পরিচালক সুড়ঙ্গ সিনেমা পাইরেসি নিয়ে ফেসবুকে লিখেছেন, ‘অন্যকে দোষ দেয়ার আগে নিজের দিকে তাকানো উচিত। নিজের ভুল ত্রুটি খোজা উচিত।’ তাই ‘সুড়ঙ্গ’ টিমের সঙ্গে ‘প্রিয়তমা’র প্রযোজকের এই অংশগ্রহণ ছিলো সমালোচকদের জন্য চমকে ভরা।
আরও পড়ুন: পাইরেসির কবলে ‘সুড়ঙ্গ’, আইনি ব্যবস্থা নিচ্ছেন নির্মাতা
আরশাদ আদনানের এই উপস্থিতির জন্য রায়হান রাফী নিজেও প্রকাশ্যে ধন্যবাদ জানিয়েছেন। বলেছেন, ‘আদনান ভাই, আমাদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা।’ ডিবি অফিস ঘুরে এসে এই নির্মাতা বলেন, ‘পাইরেসি এবং সাইবার বুলিং আইনগতভাবে বন্ধ হচ্ছে এবার।’ তবে ডিবি প্রধানের সঙ্গে ঠিক কোন পর্যায়ের আলাপ হয়েছে, সেটি প্রকাশ করেননি নির্মাতা।
এদিকে ডিবি প্রধান হারুন অর রশীদ ‘সুড়ঙ্গ’ টিমকে আশ্বস্ত করে বলেন, ‘‘সুড়ঙ্গ’ সিনেমার পাইরেসি রোধের বিষয়ে আইনগত সহায়তার জন্য সিনেমার পরিচালক, প্রযোজক, নায়ক ও নায়িকা দেখা করেন। তাদের অভিযোগ আমলে নিয়ে দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছি আমরা।’’
]]>