<![CDATA[
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রকে ‘অতিকায় শিশু’ বলে আখ্যা দিয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও’নেইল। অস্ট্রেলিয়ায় একটি পূর্ব পরিকল্পিত অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার ছিল জুনিয়র ট্রাম্পের। তিনি হঠাৎ অস্ট্রেলিয়া সফর বাতিল করার পর বৃহস্পতিবার (৬ জুলাই) ও’নেইল এ মন্তব্য করেন।
বার্তা সংস্থা রয়টার্সের এই প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জুনিয়ার ট্রাম্পের তিনদিনের সফরে অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে আগামী রোববার (৯ জুলাই) সিডনি থেকে তার সফর শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সফর শুরুর আগেই ভিসা জটিলতার কথা বলে তিনি বুধবার (৫ জুলাই) সফর বাতিল করেন।
তবে বিষয়টি অস্ট্রেলিয়ার তরফ থেকে ভিসা জটিলতা নয় বরং বিমানের টিকিটের জটিলতা বলে দাবি করেছেন ও’ক্লেয়ার। তিনি বলেছেন, ট্রাম্প জুনিয়রকে ভিসা ঠিকই দেয়া হয়েছিল। কিন্তু তিনি টিকিট জটিলতার কারণে আসতে পারবেন না।
আরও পড়ুন: যৌন নিপীড়ন মামলায় দোষী সাব্যস্ত ট্রাম্প
ও’নেইল এক টুইটে বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প জুনিয়রকে অস্ট্রেলিয়ার ভিসা দেয়া হয়েছিল। তা বাতিল করা হয়নি। তিনি এক অতিকায় শিশু, যে কিনা খুব বেশি পরিচিত নয়।’ পরে অবশ্য ও’ক্লেয়ার তার টুইট মুছে ফেলেন। কেন তা মুছে ফেলেছেন তা জানার জন্য যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। এমনকি এ বিষয়ে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও কোনো মন্তব্য করেনি।
এদিকে, জুনিয়র ট্রাম্পের জন্য বক্তব্যের আয়োজন করা বেসরকারি সংস্থা টার্নিং পয়েন্ট অস্ট্রেলিয়া বলেছে, ‘দেখা যাচ্ছে, কেবল আমেরিকাই ট্রাম্প পরিবারের জীবনকে জটিল করে তোলেনি।’ তারা এক ফেসবুক পোস্টে এ কথা বলেছে।
]]>