Skip to content

ঢাকায় মহাসমাবেশ করল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট | বাংলাদেশ

ঢাকায় মহাসমাবেশ করল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট | বাংলাদেশ

<![CDATA[

সুষ্ঠু নির্বাচনের দাবিতে রাজধানীতে মহাসমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। শনিবার (৫ আগস্ট) রাজধানীর পল্টনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সংঘাত নয়, সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার দাবি জানান ইসলামী ফ্রন্টের নেতারা।

 

নির্বাচন ঘিরে দেশের বড় দুই রাজনৈতিক দলের পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘাতের আশঙ্কার কথাও ব্যক্ত করেন বক্তারা। তাই জানমাল রক্ষার্থে সংঘাতময় কর্মসূচি বাদ দিয়ে সব দল নির্বাচন জাতীয় সংলাপ আয়োজনের দাবি জানান ইসলামী ফ্রন্টের নেতারা।

 

আরও পড়ুন: ৭ আগস্ট ১৪ দলের সমাবেশ, তারপর ধারাবাহিক কর্মসূচি

 

তারা বলেন, তত্ত্বাবধায়ক সরকার কিংবা দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন চায় না ইসলামী ফ্রন্ট। জাতীয় সংলাপের মাধ্যমে নির্বাচনকালীন রুপরেখা বের করার আহ্বান জানান তারা।

 

এসময় নির্বাচন ইস্যুতে বিদেশিদের নাক গলানোর বিরোধিতা করেন নেতারা। 

 

এ সমাবেশ বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মতিন’সহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *