Skip to content

ঢাকা ‘বার’ নির্বাচনে সাদা প্যানেল বিজয়ী | বাংলাদেশ

ঢাকা ‘বার’ নির্বাচনে সাদা প্যানেল বিজয়ী | বাংলাদেশ

<![CDATA[

ঢাকা আইনজীবী সমিতির (২০২৩-২৪) কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল। কার্যকরী কমিটির ২৩টি পদের সবটিতেই এ প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন।

শুক্রবার ( ২৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আবদুল্লাহ আবু।

আরও পড়ুন: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৭

আবদুল্লাহ আবু জানান, বুধবার ও বৃহস্পতিবার দুদিন চলে নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনে ১৯ হাজার ৬১৮ ভোটারের মধ্যে প্রথম দিনে পাঁচ হাজার ২৮ জন ভোট দিয়েছেন। তবে বিএনপি ও জামায়াত সমর্থিত নীল দলের দাবি, নির্বাচনে চার হাজার ২৩ জন ভোটার ভোট দিয়েছেন।

বুধবার প্রথম দিনের ভোটগ্রহণ শেষে নির্বাচনে কারচুপি ও নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জ্ঞাপন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ভোট বর্জনের ঘোষণা দেন নীল প্যানেলের মনোনীত সভাপতি প্রার্থী খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম।

এদিকে দ্বিতীয় দিনে চার হাজার ২১৫ জন আইনজীবী ভোট দেন। এ নিয়ে দুদিনে নয় হাজার ২৪৩ জন আইনজীবী ভোট দেন।

আরও পড়ুন: ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’

ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতি পদে মিজানুর রহমান মামুন, সাধারণ সম্পাদক পদে খন্দকার গোলাম কিবরিয়া জুবায়ের, ট্রেজারার পদে বিবি ফাতেমা মুন্নীসহ ২৩টি পদের সবটিতেই সাদা প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

রায় ঘোষণার পর বিজয়ী সভাপতি মিজানুর রহমান মামুন এবং সাধারণ সম্পাদক খন্দকার গোলাম কিবরিয়া জুবায়ের ভোটারদের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের আশা ব্যক্ত করেন।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *