Skip to content

ঢাকা-সৈয়দপুর রুটে যাত্রা শুরু করল ‘এয়ার অ্যাস্ট্রা’ | বাংলাদেশ

ঢাকা-সৈয়দপুর রুটে যাত্রা শুরু করল ‘এয়ার অ্যাস্ট্রা’ | বাংলাদেশ

<![CDATA[

ঢাকা-সৈয়দপুর রুটে যাত্রা শুরু করল দেশের নতুন বেসরকারি এয়ারলাইন্স ‘এয়ার অ্যাস্ট্রা’।

রোববার (১৪ মে) সৈয়দপুর বিমানবন্দরে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে এয়ারলাইন্সটি।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী সদর আসনের সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ, এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ।

আরও  পড়ুন:সৈয়দপুর বিমানবন্দর: ৩ বছর ধরে আটকে আছে জমি অধিগ্রহণ

 

 

উদ্বোধনী দিনে ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দশ্যে ছেড়ে আসে ‘২এ ৪৭৩ ফ্লাইট’ এবং সৈয়দপুর থেকে ঢাকার পথে ছেড়ে যায় ‘২এ ৪৭৪ ফ্লাইট’। ফ্লাইট দুটির পাইলট ছিলেন ক্যাপ্টেন খালিদ শামস এবং ক্যাপ্টেন সাইফুল্লাহ।

 

প্রধান অতিথি আসাদুজ্জামান নূর তার বক্তব্যে বলেন, ‘বিএনপি-জামাত সরকারের আমলে আমাদের এ অঞ্চলের লোকজনকে মফিজ বলত। অর্থের অভাবে মানুষ বাসের ছাদে করে ঢাকায় যেত। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে প্রধানমন্ত্রীর জাদুর কাঠিতে এ অঞ্চলের অর্থনৈতিক ব্যপক পরিবর্তন হয়েছে। সৈয়দপুর বিমানবন্দরে থেকে প্রতিদিন ৩৬ টি ফ্লাইট চলাচল করছে। এখন এ অঞ্চলের মানুষ আর বাসের ছাদে নয় বিমানে যাতায়াত করে।’

আরও  পড়ুন:সৈয়দপুর বিমানবন্দর সড়কে পড়া মরা গাছ সরাবে কে

 

‘এয়ার অ্যাস্ট্রা’র সিইও ইমরান আসিফ বলেন, ‘এয়ার অ্যাস্ট্রার বহরে চতুর্থ রুট হিসেবে আমরা আমাদের নতুন গন্তব্যে ফ্লাইট শুরু করতে পারলাম। প্রতিদিন এ রুটে ২টি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি। ঢাকা ও সৈয়দপুর থেকে ওয়ান ওয়ে সর্বনিন্ম ভাড়া ট্যাক্সসহ নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯০ টাকা।’

 

তিনি আরও বলেন, ‘যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ফ্লাইটগুলোর সময় নির্ধারণ করা হয়েছে। ঢাকা থেকে যথাক্রমে দুপুর ২টা ১০ এবং রাত ৮টায় এবং সৈয়দপুর থেকে যথাক্রমে দুপুর ৩টা ৪০ এবং রাত ৯টা ৩০ মিনিটে ফ্লাইট পরিচালনা করবে এয়ার অ্যাস্ট্রা।’
 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *