Skip to content

তথ্যপ্রযুক্তি শিক্ষায় নারীদের এগিয়ে আসতে হবে: ইন্দিরা | বাংলাদেশ

তথ্যপ্রযুক্তি শিক্ষায় নারীদের এগিয়ে আসতে হবে: ইন্দিরা | বাংলাদেশ

<![CDATA[

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, ডিজিটাল বাংলাদেশের সফল বাস্তবায়ন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা করেছেন। নারীরাই স্মার্ট বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি শিক্ষায় নারীদের এগিয়ে আসতে হবে। দেশে ই-কমার্সের আশি ভাগ ব্যবসা পরিচালনা করছে নারীর। ফ্রিল্যান্সিংয়ে নারীর অংশগ্রহণ বাড়ছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুন্সীগঞ্জে মহিলা বিষয়ক অধিদফতর পরিচালিত উপজেলা পর্যায়ে ইনকাম জেনারেটিং এক্টিভিটিস (আইজিএ) প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 প্রতিমন্ত্রী বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারীকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। সরকার নারীর উন্নয়ন, ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে।

আরও পড়ুন: নারী নেতৃত্বকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

নারীদের কম্পিউটার ও আইসিটিতে দক্ষ করে তুলতে প্রকল্প রয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ নারীর ক্ষমতায়নে বিশ্বে রোল মডেল।

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো.আব্দুল কাদির মিয়ার সভাপতিত্বে মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক ফরিদা পারভীন, প্রকল্প পরিচালক মো. তরিকুল ইসলাম, পরিচালক মনোয়ারা ইশরাত, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিন ফেরদৌস প্রমুখ বক্তব্য দেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা কম্পিউটার ট্রেডের প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন ও তাদের প্রশিক্ষণের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *