Skip to content

তাসকিনকে হালাল খাবারের ব্যবস্থা করে দিতেন রাজা | খেলা

তাসকিনকে হালাল খাবারের ব্যবস্থা করে দিতেন রাজা | খেলা

<![CDATA[

জিম-আফ্রো টি-টেন টুর্নামেন্ট খেলতে জিম্বাবুয়েতে গিয়েছিলেন তাসকিন আহমেদ। প্রথমবার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাওয়া তারকা এই পেসারের জন্য সেখানে মানিয়ে নেয়াটা ছিল বেশ কঠিন। ভিন্ন আবহাওয়া এবং ভিন্ন খাদ্যাভ্যাসের পাশাপাশি তিনি দলে পাননি স্বদেশি কোনো সতীর্থও। তবে সেখানে তাকে মানিয়ে নিতে সাহায্য করেছেন একজন।

আন্তর্জাতিক এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সুবাদে একটা লম্বা সময় ধরে তাসকিনকে চেনেন সিকান্দার রাজা। সেখান থেকেই তাদের বন্ধুত্ব। সেই বন্ধুত্বের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছিলেন রাজা। এবার দেশে ফিরে তাসকিন জানালেন, জিম্বাবুয়েতে তাকে মানিয়ে নিতেও বেশ সাহায্য করেছেন এই অলরাউন্ডার।

 

টি-টেন টুর্নামেন্টে তাসকিনের দল বুলাওয়ে ব্রেভসের অধিনায়ক ছিলেন রাজা। মাঠের খেলায় অধিনায়কের থেকে ভালোই সাপোর্ট পেয়েছেন বাংলাদেশের এই পেসার। দেশে ফিরে তাসকিন জানালেন, মাঠের বাইরে অধিনায়কের কাছ থেকে পাওয়া সাহায্যের কথা।

 

আরও পড়ুন: আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ বলে ব্রডের ছক্কা

 

এ প্রসঙ্গে তাসকিন বলেন, ‘উনি (রাজা) আসলে সব সময় অনেক সমর্থন করেছেন। আমার হালাল খাবারের জন্য অনেক কিছু আয়োজন করে দিয়েছেন। আমি তো তার থেকে বয়সে অনেক ছোট।’

 

জিম আফ্রোর প্রথম আসরে খেলতে গিয়ে দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন। সবমিলিয়ে আসরে ১১ উইকেট শিকার করেছেন এই পেসার। যেখানে একাধিক ম্যাচে দলের সেরা বোলার ছিলেন তিনি। নিজের এমন পারফরম্যান্স নিয়ে এবার সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।

 

আরও পড়ুন: এলপিএল অভিষেকে দুর্দান্ত ফিফটি হৃদয়ের

 

তিনি বলেন, ‘সন্তুষ্ট যে রিদমটা ভালো হচ্ছে। আর উন্নতিও হচ্ছে। ব্যক্তিগতভাবে হয়তো মোটামুটি ভালো টুর্নামেন্টে গেছে। কিন্তু এখনও উন্নতির লক্ষ্যেই আছি।’  

 

এদিকে লঙ্কান প্রিমিয়ার লিগে খেলার সুযোগ থাকলেও তাকে এনওসি দেয়নি বিসিবি। তবে তাতে কোনো আক্ষেপ নেই এই পেসারের, ‘সুযোগ তো শুধু লঙ্কান প্রিমিয়ার লিগ না, বিশ্বের সব লিগেই আসছে এখন অবধি। সুস্থ থাকলে অনেক লিগ খেলতে পারব। আর বোর্ড থেকে যেহেতু সিদ্ধান্ত নিয়েছে, আমার এই মুহূর্তে ‘ওয়ার্কলোড’ বেশি হয়ে যেতে পারে। পাশাপাশি তারা ক্ষতিপূরণের কথা বলেছে। সব মিলিয়ে ঠিক আছে।’   

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *