Skip to content

তিন দিন ঝড়বৃষ্টির পূর্বাভাস | বাংলাদেশ

তিন দিন ঝড়বৃষ্টির পূর্বাভাস | বাংলাদেশ

<![CDATA[

দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। বৃষ্টিপাতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে তিন দিন।

শুক্রবার (১৯ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এমন পরিস্থিতিতে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। আগামী তিন দিন বৃষ্টি বৃষ্টিপাতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।

 

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার (১৮ মে) রাজশাহীতে দেশের সর্বোচ্চ ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আর শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বান্দরবান ও বরিশালে ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস।

 

আরও পড়ুন: রাজধানীজুড়ে শুধুই কানফাটা শব্দ, কী বলছেন বিশেষজ্ঞরা

 

বাগেরহাটের মোংলায় শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া সাতক্ষীরায় ৪৮, গোপালগঞ্জে ৪০, খুলনায় ৩৫, পটুয়াখালীর খেঁপুপাড়ায় ৩৪, বরিশালে ৩৩, কুমিল্লা ও নীলফামারীর ডিমলায় ২৭, রংপুর, চট্টগ্রাম ও কুড়িগ্রামের রাজারহাটে ২৬, যশোর ও চট্টগ্রামের সীতাকুণ্ডে ২৫, নওগাঁর বদলগাছীতে ২৪, চাঁদপুরে ২২, কক্সবাজারে ১৯, চট্টগ্রামের সন্দ্বীপে ১৬, বান্দরবানে ১৪, কক্সবাজারের কুতুবদিয়ায় ১৩, পটুয়াখালী ও ফেনীতে ১২, রাঙ্গামাটি ও নোয়াখালীর হাতিয়ায় ১১ এবং সিলেটে ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জের নিকলি, দিনাজপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, নোয়াখালীর মাইজদীকোর্ট ও চুয়াডাঙ্গায়ও বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।  

 

আরও পড়ুন: ঢাকার বাতাস আবারও ‘অস্বাস্থ্যকর’, শীর্ষে দিল্লি

 

ঢাকায় শুক্রবার দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, যা অস্থায়ীভাবে দমকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এদিন সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ।

 

শুক্রবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *