<![CDATA[
শ্বাসরোধ করে হত্যার পর নাজমা বেগমের (৩৫) মরদেহ ধানক্ষেতের আইলে ফেলে রাখা হয়। তিনটি বিয়ে হলেও নাজমা সবাইকে তালাক দিয়ে একাকী জীবনযাপন করছিলেন। তার বিরুদ্ধে রয়েছে অনৈতিক কাজের অভিযোগও।
রোববার (২০ নভেম্বর) সন্ধ্যায় শেরপুরের নালিতাবাড়ীর আন্ধারুপাড়া গ্রামের এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২২ নভেম্বর) আটকব্যক্তিরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেবেন বলে জানায় পুলিশ।
নিহত নাজমা নালিতাবাড়ীর কেন্দুয়াপাড়া গ্রামের বাসিন্দা হলেও তিনি নকলায় বসবাস করছিলেন।
জানা গেছে, রোববার সন্ধ্যায় নয়াবিল ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামের ধানক্ষেতের আইলে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষ করে। মরদেহের পাশে পড়ে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় শনাক্ত করা হয়।
আরও পড়ুন: মেহগনী বাগানে যুবককে শ্বাসরোধে হত্যা
বিভিন্ন সময় তার তিনটি বিয়ে হলেও সবাইকে তালাক দিয়ে তিনি একাই নকলায় থাকতেন। তার দুটি সন্তান রয়েছে।
ধারণা করা হচ্ছে, অনৈতিক কাজের সূত্র ধরেই নাজমা নালিতাবাড়ী আসেন এবং দুদিন আগেই তাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ফেলে রাখে হত্যাকারীরা।
নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফরোজা নাজনীন সময় সংবাদকে জানান, এ ঘটনায় প্রাথমিক তদন্ত শেষে তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার আদালত আসামিদের জবানবন্দি রেকর্ড করবেন।
]]>