Skip to content

তীব্র প্রেমের গল্পে একসঙ্গে জাহ্নবী-বরুণ | বিনোদন

তীব্র প্রেমের গল্পে একসঙ্গে জাহ্নবী-বরুণ | বিনোদন

<![CDATA[

প্রকাশ পেয়েছে বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুরের ‘বাওয়াল’ সিনেমার টিজার। সিনেমাটি পরিচালনা করেছেন ‘দাঙ্গাল’ ও ‘ছিচোড়ে’ খ্যাত নির্মাতা নীতেশ তিওয়ারি।

টিজার প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন বরুণ ও জাহ্নবী। অরিজিতের সুমধুর গানের সঙ্গে সঙ্গে তাদের প্রেম, বিরহ ও বিচ্ছেদের আভাস পাওয়া যায় পুরো ট্রেলার জুড়েই। যদিও টিজারটি চলমান যুদ্ধের মধ্যে একটি মর্মান্তিক প্রেমের গল্পেরই ইঙ্গিত দেয়। জানা গেছে,  ‘বাওয়াল’ অত্যন্ত ব্যয়বহুল চলচ্চিত্র।

‘বাওয়াল’র টিজারটি দেখতে এখঅনে ক্লিক করুন

টিজার প্রকাশের পর তা নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জাহ্নবী লিখেছেন, ‘ভালোবাসা কখনই সহজে আসে না, কিছু বাওয়ালের জন্য প্রস্তুত হন!’

আরও পড়ুন: পুরনো প্রেমে ফেরার গুঞ্জন বলিপাড়ায়!

টিজারে বরুণের কোন সংলাপ না থাকলেও জাহ্নবীর কণ্ঠস্বরে বলতে শোনা যায়, ‘ম্যায় আপনে রিশতে কো সমঝনে মে ইতনা ওয়াক্ত লাগাদিয়া, জব সামজা তো খোনে কা ওয়াক্ত আ চুকা থা (আমাদের সম্পর্ক বুঝতে আমার এত সময় লেগেছিল যে যখন আমি আসলে বুঝতে পেরেছিলাম, তখনই সময় হয়ে গিয়েছিল এটি হারানোর)।’
 

‘বাওয়াল’ সিনেমার শুটিং হয়েছে প্যারিস, বার্লিন, পোল্যান্ড, আমস্টারডাম, ক্রাকো, ওয়ারশ সহ লখনউ এবং ভারতের আরও দুটি শহরে। ফিল্মটির কলাকুশলীতে জার্মানি থেকে ভাড়া করা অ্যাকশন ডিরেক্টর এবং স্টান্টম্যান সহ ৭০০ জনেরও বেশি লোক ছিল৷ সিনেমাটি ২১ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *