Skip to content

তৃতীয় ওপেনার পরীক্ষায় নির্বাচকদের বিচক্ষণ হওয়ার পরামর্শ ফাহিমের | খেলা

তৃতীয় ওপেনার পরীক্ষায় নির্বাচকদের বিচক্ষণ হওয়ার পরামর্শ ফাহিমের | খেলা

<![CDATA[

তৃতীয় ওপেনার হিসেবে নির্বাচকরা ওয়ানডে দলে যেভাবে পরীক্ষা-নিরীক্ষা করছেন তা কি সঠিক? যে ক্রিকেটার ওয়ানডে ফরম্যাটে ভালো করছে তাকে সুযোগ দেয়া হচ্ছে টি-টোয়েন্টিতে। আর টি-টোয়েন্টিতে ভালো করা ব্যাটারকে আনা হচ্ছে ওয়ানডেতে। যা নিয়ে নির্বাচক ও টিম ম্যানেজমেন্টকে আরও বিচক্ষণতার পরিচয় দেয়ার পরামর্শ ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিমের।

ক্রিকেটে একটা কথা আছে ভুল থেকে শিক্ষা নেয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের ক্রিকেট কর্তারা এর কতটুকুইবা মানেন। ভুল কে ভুল হিসেবে স্বীকারই বা করেন কিনা। যদি করেনই, তবে জাতীয় দলে কেন বারবার একই ভুল করছেন নির্বাচকরা?

 

বিশ্বকাপের বছরে দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করাটা স্বাভাবিক। তবে সেই পরীক্ষা নিরীক্ষা কোন প্রক্রিয়া মেনে করা হচ্ছে?

 

গত বছরের ঢাকা প্রিমিয়ার লিগে রেকর্ড সংখ্যক রান করে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছিলেন ওপেনার এনামুল হক বিজয়। তবে তার ফেরার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছিল। ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন ওয়ানডে ফরম্যাটে। এরপর তাকে জাতীয় দলে সুযোগ দেয়া হয় টি-টোয়েন্টিতে। এক ডিপিএলে এগার’শো উর্ধ্ব রান করা বিজয় ফরম্যাট পরিবর্তন হওয়ায় নিজেকে মানিয়ে নিতে পারেননি। ব্যর্থ হয়েছেন, ছিটকে গেছেন জাতীয় দল থেকে।

 

আরও পড়ুন: এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব নাকচ বাংলাদেশের

 

একই প্রক্রিয়ায় সুযোগ দেয়া হলো রনি তালুকদারকে। গেল বিপিএলে দারুণ পারফরম্যান্স করে দীর্ঘ ৮ বছর পর জাতীয় দলে সুযোগ পেয়েছেন রনি। এই পর্যন্ত ঠিকঠাকই ছিল সবকিছু। কিন্তু ওয়ানাডে দলের তৃতীয় ওপেনার হিসেবে যখন আলোচনা আসলো তখন টি-টোয়েন্টিতে ভালো করা রনিকেই দলে ডাকা হলো। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র ম্যাচে সুযোগ পেয়ে ব্যর্থ হয়েছেন ডানহাতি ব্যাটার। যা নিয়ে আরও ভাবার কথা বললেন ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম।

 

বৃহস্পতিবার (১৮ মে) গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে পা রাখলে একজন খেলোয়াড় নিজেকে কতটা মানিয়ে নিতে পারবে সেটা একটা বিবেচনার বিষয়। আমি নিশ্চিত নির্বাচকরা সেটা নিয়ে ভাবছে। কারণ ওর (রনি তালুকদার) দেখে মনে হয়েছে ওই টি-টোয়েন্টির খেলাটাই ও খেলতে চাচ্ছে। ৫০ ওভারের ম্যাচেও ও টি-টোয়েন্টি খেলতে চেয়েছে। এটা তার বিষয়, সামনের ম্যাচে সুযোগ পেলে সে নিজেকে কতটা পরিবর্তন করতে পারে। একই সময় নির্বাচকদের ভাবতে হবে, এটা (পরিকল্পনা) বোধহয় সেভাবে কাজ করেনি। বিজয়ের ক্ষেত্রেও যেভাবে করেনি।’

 

আরও পড়ুন: কেন্টের হয়ে কাউন্টি ক্রিকেট খেলবেন বাংলাদেশের আরাফাত

 

নাঈম শেখ, এনামুল হক বিজয় এবারের ডিপিএলেও দারুণ পারফর্ম করেছেন। ওয়ানডে ফরম্যাটে তাদের না ভেবে কেন রনি তালুকদারকে ডাকা হলো। এর কোনো উত্তর নেই। যদিও বোর্ড সভাপতি এই দুই ব্যাটারকে দেখছেন তৃতীয় ওপেনার হিসেবে। নির্বাচকরা তা দেখেন কিনা সেই প্রশ্নও আছে।

 

একের পর এক পরীক্ষা-নিরীক্ষা। যদিও হচ্ছে না সঠিক প্রক্রিয়ায়। বিশ্বকাপের আগে এমন কার্যক্রম হতে পারে হিতে বিপরীত।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *