Skip to content

তৃতীয় ক্রিকেটার হিসেবে ছয় শ’র ঘরে রাসেল | খেলা

তৃতীয় ক্রিকেটার হিসেবে ছয় শ’র ঘরে রাসেল | খেলা

<![CDATA[

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যে কয়জন ফেরিওয়ালা আছেন, তাদের মধ্যে অন্যতম মনে করা হয় আন্দ্রে রাসেলকে। দেশের হয়ে দীর্ঘদিন ধরে না খেললেও বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলোতে তার দেখা মেলে। হার্টথ্রব এই অলরাউন্ডার টি-টোয়েন্টিতে দারুণ এক রেকর্ড গড়েছেন। তৃতীয় ক্রিকেটার হিসেবে এই ফরম্যাটে ৬০০ ছক্কা মেরেছেন রাসেল।

বৃহস্পতিবার (৪ মে) সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলতে নামে কলকাতা। এ ম্যাচে শুরুতে ব্যাট করা কলকাতার হয়ে ১৫ বলে ২৪ রান করেন রাসেল। এই ইনিংসে ২টি ছক্কা হাঁকান তিনি। তাতে ৬০০’র ঘরে প্রবেশ করলেন ক্যারিবীয় ব্যাটার। টি-টোয়েন্টিতে তার চেয়ে বেশি ছক্কা আছে আর মাত্র দুজনের। তারা হলেন ক্রিস গেইল ও কেইরন পোলার্ড।

আরও পড়ুন: হায়দরাবাদি বিরিয়ানিতে মজেছেন কলকাতার খেলোয়াড়রা

ইউনিভার্স বস গেইল ৪৬৩ ম্যাচের ৪৫৫ ইনিংসে ১ হাজার ৫৬ টি ছক্কা হাঁকিয়েছেন। তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে চারের সংখ্যা ১ হাজার ১৩২। পোলার্ড ৬২৫ ম্যাচের ৫৫৫ ইনিংসে ছক্কা মেরেছেন ৮১২টি, চার ৮১২টি। আন্দ্রে রাসেল ৪৪৫ ম্যাচের ৩৮৪ ইনিংসে ৬০০ ছক্কা হাঁকালেন, তার চারের সংখ্যা ৫০১টি।

আরও পড়ুন: লিটনের পরিবর্তে আইপিএলে সুযোগ পেলেন যে খোলোয়াড়

এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন সাবেক কিউই ব্যাটার ব্রেন্ডন ম্যাককালাম। ৩৭০ ম্যাচের ৩৬৪ ইনিংসে মোট ৪৮৫টি ছক্কা মারেন তিনি, চার মেরেছেন ৯২৪টি। কলিন মুনরো ৩৭৬ ম্যাচের ৩৫৭ ইনিংসে ৪৮০ টি ছক্কা মেরেছেন। চারের সংখ্যা ৯২৪। রোহিত শর্মা ৪১৬ ম্যাচের ৪০৩ ইনিংসে ছক্কা মেরেছেন ৪৭২টি। তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে চারের সংখ্যা ৯৭৪।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *