<
পুলিশ জানিয়েছে, গাড়িতেও মিলেছে মদের বোতল। বেপরোয়া গতির ওই প্রাইভেটকারটি চাপা দেয় একটি রিকশা ও মোটরসাইকেলকে। আহত ৩ জনকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রিকশা আরোহী একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত ২ জনের অবস্থাও আশঙ্কাজনক।

তেজগাওঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সারোয়ার আলম খান বলেন, একটি প্রাইভেটকার দ্রুত গতিতে এসে রিকশা ও মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তিনজন আহন হন। চালককে ধরা যায়নি। যেহেতু গাড়ির নম্বর আছে, তাকে ধরার চেষ্টা চলছে।
]]>