Skip to content

তেজগাঁওয়ে মধ্যরাতে গাড়ি নিয়ে রেসিং, ঝরল প্রাণ | বাংলাদেশ

তেজগাঁওয়ে মধ্যরাতে গাড়ি নিয়ে রেসিং, ঝরল প্রাণ | বাংলাদেশ

<![CDATA[

রাজধানীর তেজগাঁওয়ে মধ্যরাতে ফাঁকা সড়কে গাড়ি নিয়ে রেসিংয়ের সময় বেপরোয়া প্রাইভেটকার চাপায় রিকশা দুমড়ে-মুচড়ে প্রাণ গেল আরোহীর। এ ছাড়া মোটরসাইকেল চালকসহ আহত হয়েছেন আরও ২ জন।

শুক্রবার (১১ আগস্ট) মধ্যরাতে ঘটে এ দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন প্রাইভেট কার চালক। দুর্ঘটনার পরই পালিয়ে যান তিনি।

 

এ ঘটনায় হতাহত কারও পরিচয় এখনও শনাক্ত হয়নি। ঘাতক গাড়িটি নেয়া হয়েছে তেজগাঁও থানায়।

 

মোটরসাইকেল ও রিকশাকে চাপা দেয়া প্রাইভেটকারটি জব্দ করা হযেছে। ছবি: সময় সংবাদ

 

এক প্রত্যক্ষদর্শী বলেন, আমি এদিক দিয়েই যাচ্ছিলাম। দেখেছি, অনেক গতিতে গাড়িটি চলছিল। পরে দেখি, ওইদিকে দুইজন পড়ে আছে। আর এদিকে একজন পড়ে ছিল।

 

প্রাইভেটকার চাপায় দুমড়ে-মুচড়ে যাওয়া রিকশা। ছবি: সময় সংবাদ

 

পুলিশ জানিয়েছে, গাড়িতেও মিলেছে মদের বোতল। বেপরোয়া গতির ওই প্রাইভেটকারটি চাপা দেয় একটি রিকশা ও মোটরসাইকেলকে। আহত ৩ জনকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রিকশা আরোহী একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত ২ জনের অবস্থাও আশঙ্কাজনক।

 

প্রাইভেটকার চাপায় দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেল। ছবি: সময় সংবাদ

 

তেজগাওঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সারোয়ার আলম খান বলেন, একটি প্রাইভেটকার দ্রুত গতিতে এসে রিকশা ও মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তিনজন আহন হন। চালককে ধরা যায়নি। যেহেতু গাড়ির নম্বর আছে, তাকে ধরার চেষ্টা চলছে। 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *