Skip to content

ত্যাগী ও বঞ্চিতদের নিয়েই কমিটি দেবে সুনামগঞ্জ আ.লীগ | বাংলাদেশ

ত্যাগী ও বঞ্চিতদের নিয়েই কমিটি দেবে সুনামগঞ্জ আ.লীগ | বাংলাদেশ

<![CDATA[

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে ৫টি আসন দলকে উপহার দিতে চায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্ব। এ জন্য ত্যাগী ও বঞ্চিতদের নিয়ে কমিটি দেয়ার লক্ষ্য জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক নোমান বখত পলিনের।

সম্প্রতি সময় সংবাদের সঙ্গে আলাপকালে জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি নুরুল হুদা বলেন, ‘সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগে আর কোনো গ্রুপিং থাকবে না। গ্রুপ থাকবে একটাই–শেখ হাসিনার গ্রুপ। এর বাইরে কোনো গ্রুপ হতে দেয়া হবে না। সুনামগঞ্জের আওয়ামী লীগের গ্রুপিং রাজনীতি দীর্ঘদিন ধরে চলে আসছে, এ অবস্থা অব্যাহত থাকলে ভবিষ্যতে সংগঠনের অবস্থা আরও খারাপের দিকে যেত। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দলে নতুন নেতৃত্ব এসেছে। যারা দীর্ঘদিন ধরে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ করে কমিটিতে স্থান পাননি, তাদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। ত্যাগী নেতাকর্মীদের কমিটিতে দায়িত্ব দেয়া হবে। কোনো হাইব্রিড নেতা এই কমিটিতে স্থান পাবেন না।’

‘যারা তৃণমূলে নেতৃত্ব দিয়ে আন্দোলন-সংগ্রাম করে দলীয় পদ-পদবি থেকে বঞ্চিত হয়েছেন, তাদের নিয়ে কমিটি গঠন করা হবে। নতুন কমিটি না দিলে দল গ্রুপিংয়ের মধ্যেই থাকত। নতুন কমিটি গঠনের ফলে জেলা আওয়ামী লীগে কোনো ধরনের কোন্দল, গ্রুপিং ও বিভক্তি থাকবে না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করব। দীর্ঘ ১৯ বছর আমি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দলের তৃণমূল নেতাদের সঙ্গে আমার সম্পর্ক আছে। আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা সুনামগঞ্জের সর্বত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন,’ যোগ করেন তিনি।

আরও পড়ুন: রোববার মনোনয়নপত্র জমা দেবে আ.লীগ

নির্বাচন প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হবেন। আগামী সংসদ নির্বাচনে আমরা নৌকা মার্কার প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করব। গেল স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের কারণে নৌকা মার্কার জনপ্রিয় প্রার্থীদের মনোনয়ন দেয়া হয়নি। টাকার বিনিময়ে অযোগ্য, জনগণের সঙ্গে সম্পর্কহীন প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়েছিল। এ জন্য আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছে। মনোনয়ন বাণিজ্য না হলে বেশির ভাগ ক্ষেত্রে নৌকা মার্কার প্রার্থী বিজয়ী হতেন।’

আরও পড়ুন: জনগণের পক্ষে রাজপথে থাকার ঘোষণা আওয়ামী লীগের

নবনির্বাচিত সাধারণ সম্পাদক নোমান বখত পলিন সময় সংবাদকে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের মূল বিষয় হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা আপামর জনসাধারণের কাছে পৌঁছে দেয়া। এ সরকারের আমলে সুনামগঞ্জে হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের খবর মানুষ জানে না বা পৌঁছানো হয়নি। নতুন কমিটির কাজ হবে শেখ হাসিনার উন্নয়নের খবর তৃণমূলের ঘরে ঘরে পৌঁছে দেয়া। সুনামগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো যে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে, সেগুলোর খবর মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তাহলে আগামী সংসদ নির্বাচনে সুনামগঞ্জের ৫টি আসনে আওয়ামী লীগের নৌকা মার্কা বিজয়ী হবে। শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।’

 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *