Skip to content

থাইল্যান্ডে অবৈধ কার্যক্রমে জড়িত অভিযোগে চীনা নাগরিকের ভিসা বাতিল | আন্তর্জাতিক

থাইল্যান্ডে অবৈধ কার্যক্রমে জড়িত অভিযোগে চীনা নাগরিকের ভিসা বাতিল | আন্তর্জাতিক

<![CDATA[

ব্যাংককে অবৈধ অভিবাসন কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে এক চীনা নাগরিকের ভিসা বাতিল করেছে পুলিশ। ব্যাংকক পোস্ট জানিয়েছে, একটি ছায়া ব্যবসায়িক নেটওয়ার্ক প্রতিষ্ঠা ও পরিচালনার অভিযোগে ভিসা বাতিলের পাশাপাশি থাই ইমিগ্রেশন পুলিশ ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদও করেছে।

ইউ জিনকি নামের ওই চীনা নাগরিক থাইল্যান্ডের শানসি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। থাইল্যান্ডের ‘মুভ ফরওয়ার্ড পার্টি’র এমপি রাংসিমান রোম দেশটির প্রতিনিধি পরিষদে এক বিতর্কে ওই চীনা নাগরিকের বিরুদ্ধে অভিযোগ তোলার পর সোচ্চার হয় পুলিশ।

এমপি রাংসিমান রোম বুধবার প্রতিনিধি পরিষদে বলেন, চীনা ব্যবসায়ী চাইয়ানাত ‘তুহাও’ কর্নচায়নান্তের মতো একটি ছায়া ব্যবসায়িক নেটওয়ার্কের সঙ্গে আরেকজন চীনা নেতাও জড়িত। সন্দেহভাজন ওই ব্যক্তিকে ‘ইউ’ নামে শনাক্ত করেন তিনি।

আরও পড়ুন : এবার লাতিন আকাশে আরও এক চীনা ‘গোয়েন্দা বেলুন’

ইমিগ্রেশন ব্যুরো (আইবি) কমিশনার পুলিশ লেফটেন্যান্ট জেনারেল পাকফুম্পিপাট সাজ্জাফান জানান, লাইসেন্সবিহীন অবৈধ সমিতি গড়ে তোলার বিষয়ে তার সম্পৃক্ততা পাওয়া গেলে অভিবাসন আইনে ইউকে আটক করে পুলিশ। ইতোমধ্যে তার ভিসা বাতিল করা হয়েছে।

ইমিগ্রেশন ব্যুরো প্রধান জানান, ইউ অবসর যাপনের ভিসা নিয়েছিলেন এবং দুই বছর ধরে থাইল্যান্ডে বসবাস করে আসছিলেন। সম্প্রতি চোন বুড়ি প্রদেশে আরও এক বছর অবস্থানের জন্য আবেদন জমা দিয়েছিলেন তিনি। এ ধরনের ভিসা ৫০ বা তার বেশি বয়সীদের দিয়ে থাকে থাইল্যান্ড।

 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *