<![CDATA[
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওয়ানডে সিরিজ মাঠে গড়াচ্ছে বৃহস্পতিবার (৬ জুলাই) থেকে। সিরিজকে সামনে রেখে বুধবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন করে দুই দল। আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করে দুই দলের অধিনায়ক-ই সিরিজে ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
দীর্ঘ চার বছর আবারও ব্যস্ত খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম। বয়স ভিত্তিক বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দলের মধ্যে ওয়ানডে সিরিজ নিয়ে সরগরম স্টেডিয়াম এলাকা। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচ অনুষ্ঠিত হবে এ মাঠে।
বৃহস্পতিবার প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে বুধবার শেষদিনের মতো অনুশীলনে নামে টাইগার যুবারা। তৃতীয় দিনের অনুশীলনে পুরোটা সময়ই ব্যস্ত ছিলেন ক্রিকেটাররা। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন সেক্টরেই ঘাম ঝরিয়েছেন তারা। হেড কোচসহ অন্য কোচরাও ক্রিকেটারদের নানা কৌশল নিয়ে ব্যস্ত ছিলেন। সাড়ে তিন ঘণ্টার অনুশীলন শেষ হয় কোচের পরিকল্পনা বুঝিয়ে দেয়ার মধ্যে দিয়ে। শিষ্যদের নিয়ে এই সিরিজে ভালো করার আশা টাইগার কোচ স্টুয়ার্ট ল’র।
আরও পড়ুন: ‘আনফিট’ তামিম বিপদে ফেললেন দলকে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নিয়ে স্টুয়ার্ট ল বলেন, ‘উপমহাদেশের বাইরের যেকোনো দলের বিপক্ষে খেলাটা সবসময় চ্যালেঞ্জিং। তবে আমরা চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি। আশা করছি আসন্ন সিরিজে তারা দারুণ ক্রিকেট খেলবে।’
টাইগারদের অনুশীলন শেষ হওয়ার পর দুপুর একটার কিছু পরে মাঠে আসে দক্ষিণ আফ্রিকা যুব দলও। দুই অধিনায়ক করেন ট্রফি উন্মোচন। স্বাগতিক অধিনায়ক আহরার আমিনের ভাবনায় সিরিজ জয় আর ভালো কিছুর প্রত্যাশা। বিশ্বকাপের আগে এ ধরনের আরও সিরিজ খেলে নিজেদের প্রস্তুত করতে চান টাইগারদের যুবা অধিনায়ক।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ পর্যন্ত আমরা যাদের বিপক্ষে খেলেছি তারা সবাই এশিয়ার দল। বাইরের কোনো দলের সঙ্গে খেলা আমাদের জন্য ভালো অভিজ্ঞতা। ওদের প্রস্তুতি এবং মানসিক অবস্থান সম্পর্কে একটা ধারণা নেয়া যাবে এই সিরিজে। আশা করছি এই সিরিজ থেকে আমরা ভালো কিছু শিখতে পারব এবং ভালো ফলাফলও প্রত্যাশা করছি।’
আরও পড়ুন: বৃষ্টি আইনে ১৭ রানে হারল বাংলাদেশ
অন্যদিকে, উপমহাদেশের মাটিতে এ সিরিজকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ট্রফি উন্মোচনের পর সংবাদ সম্মেলনে ট্রফি জয়ের আশাবাদ জানিয়েছেন দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ডেভিড টিগার।
টিগার বলেন, ‘আমরা দেশে বেশকিছু অনুশীলন সেশন করে এসেছিল। তবে এখানকার কন্ডিশন আলাদা। এই সিরিজটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এবার বিশ্বকাপ হবে শ্রীলঙ্কায়। এই দুই দেশের কন্ডিশন অনেকটা একই ধরনের।’
আগামী ৯ ও ১১ জুলাই সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ শেখ আবু নাসের স্টেডিয়ামে। আর শেষ দু’টি ওয়ানডে ম্যাচ রাজশাহীতে ১৪ ও ১৭ জুলাই।
]]>