<![CDATA[
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে আসলাম সানি (৪৮) ও শফিকুল ইসলাম রনি (৩৫) নামে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়ি ঘরে আগুন দিয়েছে বিক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী।
রোববার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে হত্যাকাণ্ডে জড়িতদের বাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাঁচপুর ইউনিয়নের পাঁচপাড়ার দুই নম্বর ওয়ার্ডের মৃত সানাউল্লাহর দুই ছেলেকে হত্যার ঘটনায় সন্ধ্যার পর থেকে নিহতদের স্বজন ও এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তারা অভিযুক্ত মহিউদ্দিনের তালাবদ্ধ ঘরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। মহিউদ্দিন সম্পর্কে সানি-রনির চাচা। জমি নিয়ে চাচার সঙ্গে তাদের বিরোধ চলছিল। আগুন দেয়ার খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ রাত ১০টার দিকে ঘটনাস্থলে যান।
আরও পড়ুন: শাবিপ্রবির টিলায় আগুন
কাঁচপুর ইউনিয়ন পরিষদের স্থানীয় ওয়ার্ড সদস্য হাসান খাঁন বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনার পর রাত সাড়ে ৯টার দিকে জানতে পারি আগুন দিয়ে সবকিছু জ্বালিয়ে দেয়া হয়েছে।’
সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, অগ্নিকাণ্ডের খবরে আমরা ঘটনাস্থলে যাই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
]]>