<![CDATA[
দুর্নীতির মামলায় বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর খালাসের রায় বাতিল করে হাইকোর্টে আপিলের ওপর রায় ঘোষণার দিন পেছানো হয়েছে।
বুধবার (১৭ মে) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার জন্য ৩০ মে দিন ঠিক করেছেন।
আরও পড়ুন: নাইকো মামলা: অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে খালেদা জিয়া
এর আগে, গত ২৮ মার্চ পুনঃশুনানি শেষে রায় ঘোষণার জন্য ১৭ মে দিন ধার্য করা হয়েছিল।
আরও পড়ুন: নাইকো দুর্নীতি মামলা স্থগিতের আবেদন ফেরত দিলেন হাইকোর্ট
দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের মার্চ মাসে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় এ মামলা করেন দুদকের উপ-পরিচালক শাহরিয়ার চৌধুরী।
]]>