Skip to content

দেবের পর এবার বিপাকে রুক্মিণী | বিনোদন

দেবের পর এবার বিপাকে রুক্মিণী | বিনোদন

<![CDATA[

টালিউড অভিনেতা দেবের প্রেমিকা ও অভিনেত্রী রুক্মিণী মৈত্রের ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। তার ফেসবুকে প্রায় ২০ লাখ ফলোয়ার রয়েছে। অভিনেত্রী তার ফেসবুক মূলত অনুরাগীদের সঙ্গে যোগাযোগ ও ব্র্যান্ড কোলাবরেশনের ক্ষেত্রে ব্যবহার করেন।

এ নায়িকা শেষ পোস্ট করেন প্রায় মাস খানেক আগে। অভিনেত্রী তার মালদ্বীপ ভ্রমণের ছবি থেকে একটি ছবিকে বাছাই করেই প্রোফাইল পিকচার করেন। তবে সোমবার (২২ মে) হঠাৎই তার প্রোফাইল থেকে একটি সম্প্রদায়ের ধর্মীয় নানা রিলস্ শেয়ার করা হয়। তাতেই তিনি বুঝতে পারেন হ্যাকড হয়েছে তার প্রোফাইল।

 

আরও পড়ুন: সত্যান্বেষী দেবের সত্যবতী হলেন রুক্মিনী

রুক্মিণী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘আমার ফেসবুক পেজটি হ্যাকড হয়েছে। আমার সোশ্যাল মিডিয়া টিম গোটা বিষয়টি খতিয়ে দেখছে। আপনাদের কাছে কোনো ধরনের মেসেজ গেলে কোনো উত্তর দেবেন না, যতক্ষণ না আগামী কোনো নোটিস দিচ্ছি।’

এর আগে দেবের প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেল হ্যাকড হয়। তখন বেশ কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *