Skip to content

দেশে উন্নত জাতের কলা উদ্ভাবন | বাণিজ্য

দেশে উন্নত জাতের কলা উদ্ভাবন | বাণিজ্য

<![CDATA[

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের প্ল্যান্ট মলিকুলার ল্যাবে একদল গবেষক উন্নত জাতের কলা উদ্ভাবন করেছেন। সম্প্রতি টিস্যু কালচারের মাধ্যমে উন্নত এই জাতটি উদ্ভাবন করা হয়। এ গবেষণায় নেতৃত্ব দেন বিভাগের অধ্যাপক আনোয়ার হোসেন। তবে, এই জাতটির নাম এখনও নির্ধারণ করেননি তারা।

নতুন এই জাত সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগে চাষিদের মধ্যে চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

আরও পড়ুন: শতবর্ষী আম গাছ থেকে ৩০০ প্রজাতির আমের উদ্ভাবন

এ সময় উপাচার্য বলেন, দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার পুষ্টিসমৃদ্ধ খাবার সংস্থানের জন্য নতুন নতুন জাতের শস্য ও ফলমূল উদ্ভাবন একান্ত প্রয়োজন। কৃতি গবেষকদের সাফল্যের স্বাক্ষর উন্নত জাতের এই কলা উদ্ভাবন। আগামী দিনে এই কলা এ অঞ্চলের পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন: দেশে প্রথম বিচিবিহীন পেয়ারার জাত উদ্ভাবন

প্রাণ রসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক তানজিমা ইয়াসমিন অনুষ্ঠানের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক শাহেদ জামান প্রমুখ। 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *