Skip to content

দেশে মোবাইল ও ইন্টারনেট ব্যবহারকারীর বেড়েছে, কমেছে ল্যান্ডফোন | বিজ্ঞান ও প্রযুক্তি

দেশে মোবাইল ও ইন্টারনেট ব্যবহারকারীর বেড়েছে, কমেছে ল্যান্ডফোন | বিজ্ঞান ও প্রযুক্তি

<![CDATA[

দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা গত ১০ বছরে সাত গুণ বেড়েছে। ২০১৩ সালে যেখানে ইন্টারনেট ব্যবহারকারী ছিল ৬ দশমিক ৭ শতাংশ, ২০২৩ তা সালে বেড়ে দাঁড়িয়েছে ৪৩ দশমিক ৬ শতাংশে। আর দেশের ৯০ দশমিক ৫ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করলেও ল্যান্ডফোন ব্যবহারের হার কমে শূন্য দশমিক ৭ শতাংশ পরিবারের লোকজন মধ্যে সীমাবদ্ধ হয়েছে।

এছাড়া পরিবার পর্যায়ে মোবাইল ফোনে ব্যবহারের সুবিধা ভোগ করে ৯৭ দশমিক ৯ শতাংশ, রেডিও ১৪ দশমিক ৯ শতাংশ, টেলিভিশন ৬২ দশমিক ২ শতাংশ এবং কম্পিউটার ৮ দশমিক ৯ শতাংশ।

সোমবার (১৭ জুলাই) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ব্যবহার জরিপ-২০২৩ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পরিসংখ্যান ভবনের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন আইসিটি বিভাগের সচিব সামসুল আরেফিন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিন এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক উত্তম কুমার।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক মো. মতিয়ার রহমান। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক সৈয়দা মারুফা সাকি।

 

আরও পড়ুন: এবার টুইটার দিচ্ছে আয়ের সুযোগ

প্রতিবেদনের তথ্য তুলে ধরে অনুষ্ঠানে জানানো হয়, জাতীয় পর্যায়ে ইন্টারনেট ব্যবহারকারী ৪৩ দশমিক ৬ শতাংশ। যেখানে খানা পর্যায়ে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ৫৯ দশমিক শূন্য শতাংশ। সবচেয়ে কম বরিশাল ও রংপুর বিভাগে ২৭ দশমিক ৩ শতাংশ। আর ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট ব্যবহারকারীর হার ৪৪ দশমিক ৫ শতাংশ।

জাতীয় পর্যায়ে মোবাইল ফোন ব্যবহারের হার ৯০ দশমিক ৫ শতাংশ। খানা পর্যায়ে মোবাইল ফোন ব্যবহারকারী সবচেয়ে বেশি খুলনা বিভাগে ৯৯ দশমিক ২ শতাংশ, সবচেয়ে কম সিলেট বিভাগে ৯২ দশমিক ৪ শতাংশ। নিজস্ব মোবাইল ফোন আছে এমন ব্যক্তিদের হার ৬৩ দশমিক ৮ শতাংশ।

জাতীয় পর্যায়ে কম্পিউটার ব্যবহারের হার ৮ দশমিক ৯ শতাংশ। কম্পিউটার ব্যবহারকারী সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ১৪ দশমিক ৬ শতাংশ। সবচেয়ে কম সিলেট বিভাগে ৩ দশমিক ৯ শতাংশ।

২০১৩, ২০২২, ও ২০২৩ সালের ডেটা বিশ্লেষণ করে দেখা যায়, দেশে ইন্টারনেট ব্যবহারকারীর হার ২০১৩ সালে ছিল ৬ দশমিক ৭ শতাংশ। যেটা বেড়ে ২০২২ সালে ৩৮ দশমিক ৯ শতাংশ হয়েছে এবং ২০২৩ সালে ৪৪ দশমিক ৫ শতাংশ হয়েছে। মোবাইল ব্যবহারকারীর হার ২০১৩ সালে ছিল ৮১ দশমিক ৭ শতাংশ। যেটা বেড়ে ২০২২ সালে ৮৯ দশমিক ৯ শতাংশ। ২০২৩ সালে ৯০ দশমিক ৫ শতাংশ হয়েছে। কম্পিউটার ব্যবহারকারীর হার ২০১৩ সালে ছিল ৫ দশমিক ৬ শতাংশ। যেটা বেড়ে ২০২২ সালে ৭ দশমিক ৪ শতাংশ হয়েছে। ২০২৩ সালে ৭ দশমিক ৯ শতাংশ হয়েছে।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *