Skip to content

দেশে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ | বিজ্ঞান ও প্রযুক্তি

দেশে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ | বিজ্ঞান ও প্রযুক্তি

<![CDATA[

দেশে ফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ। স্মার্টফোন ব্যবহারকারীরা যখনই তাদের নেট অন করছেন, তখনই একটি মালওয়ার অ্যাপ নিজে নিজে ইনিস্টল হয়ে যাচ্ছে। এ অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীর ফোনের সব তথ্য চুরি হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

যে মালওয়ার অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে ইনিস্টল হয়েছে, সেটির নাম হচ্ছে ‘স্পিন মেজ’। এটি ‘টাচপাল’ নামক একটি কি-বোর্ডের কারণে ছড়িয়ে পড়েছে বলে জানা যায়।

আরও পড়ুন: কমছে ব্যবহারকারী, দিন ফুরাচ্ছে টুইটারের?

এটি প্রতিরোধের উপায় হলো-

* মোবাইলের সেটিং অপশনে যাবেন, সেখানে ‘অ্যাপ সেটিং’ এ ঢুকবেন।

* তারপর টাচপালের যতগুলো অ্যাপ সক্রিয় রয়েছে সব ’ফোর্স স্টপ’ করবেন।

* আপনারা তখন সেই মালওয়ার অ্যাপটি মুছে দেবেন, তাহলে আর এটা নিজে নিজে ইনিস্টল হবে না।

যারা জিবোর্ড অথবা রেডমিক কিবোর্ড কিংবা অন্য কিবোর্ড ব্যবহার করতেন তারা এ মালওয়ারে আক্রান্ত হয়নি। তবে টাচপাল চলমান থাকলে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *