Skip to content

দ্বিগুণ দামে চার্জিং ফ্যান বিক্রি, ভোক্তা অধিকারের জরিমানা | বাণিজ্য

দ্বিগুণ দামে চার্জিং ফ্যান বিক্রি, ভোক্তা অধিকারের জরিমানা | বাণিজ্য

<![CDATA[

গরম আর লোডশেডিংয়ের সুযোগে এবার চার্জার ফ্যানের বাজারে ‘আগুন’। নেয়া হচ্ছে দ্বিগুণ দাম। এতে রাজধানীতে অভিযান চালিয়ে বেচাকেনায় নানা অসঙ্গতি পাওয়ায় সতর্ক করার পাশাপাশি জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে রাজধানীর গুলিস্তান স্টেডিয়াম মার্কেটসহ কয়েকটি স্থানে এ অভিযান চালায় ভোক্তা অধিদফতর।

 

গরম আবহাওয়া সঙ্গে বাড়ছে লোডশেডিং। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। রাত ও দিনে একই অবস্থা থাকায় ওষ্ঠাগত জীবনে একটু স্বস্তি দিতে রাজধানীর ফ্যানের মার্কেটে ভিড় বাড়ছে সাধারণ মানুষের।

 

তবে অন্যান্য পণ্যের মতো এখানেও সাধ্যের মধ্যে নেই চার্জার ফ্যানের দাম। জিম্মি হয়ে পড়ছেন একান্ত প্রয়োজনে আসা ক্রেতারা। সরজমিনে মার্কেট ঘুরে দেখা যায়, ৪ হাজার টাকার ফ্যান বিক্রি হচ্ছে প্রায় ৮ হাজার টাকায়।

 

আরও পড়ুন: তীব্র গরমে ফ্যানের দাম লাগামহীন, হিমশিম খাচ্ছেন ক্রেতারা

 

ক্রেতারা বলেন, কয়েকদিন আগেও যে ফ্যান ৫ থেকে ৬ হাজার টাকায় কেনা যেত, সেটি এখন কিনতে হচ্ছে ৮ থেকে ৯ টাকায়। আর বাড়তি দামের কথা স্বীকার করে বিক্রেতারা বলেন, সরবরাহ কমার পাশাপাশি বেড়েছে চাহিদা। ফলে দাম কিছুটা বাড়তি।

 

এতে বাজার নিয়ন্ত্রণে বৃহস্পতিবার গুলিস্তান স্টেডিয়াম মার্কেটে অভিযানে পরিচালনা করে ভোক্তা অধিকার। অভিযানে কেনা ও বিক্রির দামে অসঙ্গতি পাওয়ায় জরিমানা করা হয় ব্যবসায়ীদের।

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মাসুম আরেফিন বলেন, গরম বাড়ায় চার্জার ফ্যানসহ অন্যান্য ফ্যানের চাহিদা বেড়ে গেছে। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী দাম বাড়িয়ে ফ্যান বিক্রি করছে। এতে অভিযান চালিয়ে জরিমানা ও সতর্ক করা হয়েছে।

 

এ সময় ইলেকট্রনিক পণ্য বাজার স্বাভাবিক রাখতে রাজধানীতে ৬টি টিমের অভিযানে ২ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানিয়েছে ভোক্তা অধিদফতর।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *